Friday, August 22, 2025

ত্রিপুরায় আক্রান্ত দোলা-অপরূপা: ফোন মমতার, জঙ্গলরাজের সন্ত্রাস: তীব্র প্রতিক্রিয়া কুণালের

Date:

Share post:

স্বাধীনতা দিবসে ত্রিপুরায় পরপর দু’বার হামলার অভিযোগ তৃণমূল (Tmc) সাংসদ দোলা সেন (Dola Sen) ও অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) গাড়ির উপর। এই ঘটনার পর তাদের ফোন করেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পরিস্থিতি বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। দলীয় সাংসদদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রথমে টুইটে তিনি বলেন, “স্বাধীনতা দিবসে জঙ্গলরাজের সন্ত্রাস”। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল অভিযোগ করেন, “ত্রিপুরায় (Tripura) অলিখিত জরুরি অবস্থা জারি করছে বিজেপি (Bjp) সরকার। আমাদের দুই সাংসদের উপর কুৎসিত হামলা হয়েছে। দোলা সেনের সহায়ক গুরুতর জখম। অপরূপা পোদ্দারের ফোন, ব্যাগ সব কেড়ে ফেলে দেওয়া হয়েছে”। একজন বৃদ্ধা সেই ব্যাগ কুড়িয়ে তুলে দিয়েছেন বলে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রথমে থাইরুমে তৃণমূল সাংসদের গাড়ির উপর হামলা করা হয়। মাথা ফাটে দোলা সেনের আপ্তসহায়কের। অপরূপা পোদ্দারের ব্যাগ ও নথি ছিনতাইয়ের অভিযোগ ওঠে। দুই সাংসদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়। বেলুনিয়ায় ফের গাড়িতে ইট ছোড়া হয়। দোলার অভিযোগ, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

আরও পড়ুন- রাজি হয়েও শেষবেলায় গুজরাটে ‘খেলা হবে দিবস’ পালনের অনুমতি বাতিল, ক্ষুব্ধ তৃণমূল

ঘটনার প্রতিবাদে এদিন বিকেলে একটি মিছিল করেন ত্রিপুরায় থাকা অন্য তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষরা। ত্রিপুরায় গান্ধি মূর্তির সামনে বসে প্রতিবাদ জানান তাঁরা। প্রশ্ন তোলেন সেখানকার আইনশৃঙ্খলা নিয়ে। চিকিৎসার জন্য দোলা সেন ও অপরূপা পোদ্দার কলকাতায় ফিরে এসেছেন। ফিরে এসেছেন দোলা সেনের আপ্তসহায়কও। advt 19

 

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...