সোনার বিস্কুট পাচার করতে গিয়ে কলকাতা থেকে গ্রেফতার হল এক পাচারকারী। রবিবার সোনার বিস্কুট সহ পার্কস্ট্রিট থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের নাম হাফিজুল শেখ। ধৃতের কাছ থেকে ১২টি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির বাজারদর প্রায় ৬৮ লক্ষ টাকা।

একটি ব্যাগে করে বিস্কুট পাচার হচ্ছিল বলে গোপন সুত্রে খবর পেয়েছিলেন এসটিএফের আধিকারিকরা। তার ভিত্তিতেই চলছিল নজরদারি। আপাত ভাবে ধৃত হাফিজুলকে দেখে মনে হয়েছিল সাধারণ অফিস যাত্রী। তাঁর সঙ্গে ছিল একটি ব্যাগ। সন্দেহ হওয়ায় তাকে আটকে জেরা শুরু করেন গোয়েন্দারা। জেরায় একাধিক অসঙ্গতি পাওয়া যায়। এরপরই তাঁর ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে একের পর সোনার বিস্কুট। এদিকে খোদ কলকাতার বুকে ফের সোনা পাচারকারী গ্রেফতার হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ধৃতেক জেরা করে এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত তাদের খোঁজ চলছে।

আরও পড়ুন- তালিবানদের হাতে আফগানিস্তান, দেশ ছেড়ে পালিয়ে গেলেন প্রেসিডেন্ট
