আজ ১৬ অগাস্ট। ঐতিহাসিক “খেলা হবে দিবস”। পশ্চিমবঙ্গের পাশাপাশি পাশের রাজ্য ত্রিপুরাতেও পালিত হচ্ছে এই দিনটি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন সকাল সকাল ত্রিপুরায় ”খেলা হবে দিবস” পালন করল তৃণমূল কংগ্রেস। আজ, সোমবার সকাল সকাল ফুটবল নিয়ে নেমে পড়লেন বাংলার তৃণমূল সাংসদরা। সঙ্গে ছিলেন সুবল ভৌমিক-সহ ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব।

এদিন সকালে রাজধানী আগারতলার রাস্তায় প্রথমে স্থানীয় নেতৃত্বকে নিয়ে মিছিল করেন বাংলার তৃণমূল সাংসদরা। ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, অর্পিতা ঘোষরা। এরপর আগরতলার আস্তাবল মাঠে ফুটবল খেলেন তাঁরা। বল নিয়ে জাগলিং করেন প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।

শুধু তৃণমূল নেতৃত্ব নয়। ত্রিপুরার বিভিন্ন জেলাতে এদিন খেলা হবে দিবস পালন করল তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থকরাও। পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতে ঐতিহাসিক দিনটিকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে।
