Sunday, January 11, 2026

খেলা হবে দিবস: যুবভারতীর প্রীতি ম্যাচে INDIA একাদশ জিতলেও জয় হলো ফুটবলের

Date:

Share post:

”খেলা হবে” দিবস উপলক্ষ্যে রাজ্য সরকারের ক্রীড়া দফতরের সহায়তায় সোমবার একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিল বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা IFA. যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচে মাঠে নেমেছিল ভারতের জাতীয় ফুটবল দলের সদস্যরা। প্রতিপক্ষ ছিল IFA একাদশ। অর্থাৎ বাংলা ফুটবল দল।

করোনা মহামারি আবহে সমস্ত সরকারি কোভিড বিধি মেনেই খেলা হবে দিবসের দিন পালন হলো এই ম্যাচ। স্টেডিয়াম ছিল দর্শকশূন্য। ৫০ মিনিটের এই ম্যাচে প্রথমার্ধ গোলশূণ্য থাকলেও, দ্বিতীয়ার্ধে খেলা শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে ভারতীয় একাদশকে এগিয়ে দেন আশিষ রায়। এবং প্রদর্শনী ম্যাচের শেষ পর্যন্ত এই ফলাফল-ই অব্যাহত থাকে। তবে জয়-পরাজয় বড় ব্যাপার নয়, খেলা হবে দিবসে আসলে জয় হলো সব খেলার সেরা বাঙালির প্রিয় ফুটবলের।

এদিন ম্যাচের সূচনা অনুঠানে উপস্থিতি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া ও যুবকল্যান দফতরের প্রতিমন্ত্রী তথা ক্রিকেটার মনোজ তিওয়ারি। এছাড়াও ছিলেন AIFF সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা IFA চেয়ারম্যান সুব্রত দত্ত, IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট ক্রীড়া প্রশাসক ও ক্রীড়া ব্যক্তিত্বরা।

দীর্ঘদিন পরে যুবভারতী ক্রীড়াঙ্গনে কোন ম্যাচ অনুষ্ঠিত হলো। এই ম্যাচ ঘিরে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। করোনা আবহে যুবভারতীর মায়াবী আলোয় এই ম্যাচ একটা আলাদা মাত্রা যোগ করল।

এর আগে এদিন ১৬ জন অমর ফুটবল শহিদের স্মৃতি তর্পণ-এ প্রতি বছরের মতো এ বছরও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবার রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় দলের প্রাক্তন গোলকিপার সুব্রত পালের স্বাক্ষর করা সার্টিফিকেট। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। কলকাতা ছাড়াও জেলায় জেলায় IFA-এর অধীনে থাকা প্রতিটি সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে।

এছাড়াও এদিন কলকাতার ১৪৪টি ওয়ার্ডের পুরসভার পক্ষ থেকে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিভিন্ন ক্লাব এই খেলাতে অংশগ্রহণ করে। যেখানে বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটর, বোরো চেয়ারম্যানরা ছিলেন। কলকাতা পুরসভার পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম নিজেও বল পায়ে মাঠে নেমেছিলেন। প্রশাসক মন্ডলীর খেলার দায়িত্ব থাকা সদস্য তথা রাসবিহারির বিধায়ক দেবাশিস কুমার খেলতে নেমেছিলেন দেশপ্রিয় পার্কে। এছাড়াও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উদ্যোগে তাঁর বিধানসভা এলাকা বেহালা পশ্চিমে শান্তি সংঘ ক্লাব প্রাঙ্গণে “খেলা হবে” দিবস অনুষ্ঠিত হলো।

advt 19

 

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...