কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও

ফের বৃষ্টির কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একটানা বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। মৌসুমী অক্ষরেখা বারাণসী থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। আর এর জেরেই বৃষ্টিতে ভিজবে রাজ্যের বেশ কিছু এলাকা।যদিও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখভার।কোথাও আবার দু-এক পশলা বৃষ্টিও হচ্ছে। সারা দিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়া দুই ২৪ পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

তবে আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। এমনকি বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

advt 19

Previous articleপ্রকাশিত হল আসন্ন টি-২০ বিশ্বকাপের সূচি, ২৪ অক্টোবর ভারতের মুখোমুখি পাকিস্তান
Next articleআফগানিস্তানের এই পরিস্থিতির জন্য আমেরিকা নয় আফগানরাই দায়ী, দাবি মার্কিন প্রেসিডেন্টের