Tuesday, August 26, 2025

সুনন্দা পুস্কর মৃত্যু মামলায়  অব্যাহতি পেলেন কংগ্রেস নেতা শশী থারুর

Date:

Share post:

স্ত্রী সুনন্দা পুস্করের (Sunanda Pushkar) অস্বাভাবিক (Unnatural Death) মৃত্যু মামলায় সাত বছর পর পুরোপুরি অব্যাহতি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Congress MP Shashi Tharoor)। বুধবার দিল্লি আদালত (Delhi Court) এই মামলা থেকে শশী থারুরকে অব্যাহতি দেয়।দিল্লি পুলিশ শশী থারুরের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা ও স্ত্রীর প্রতি মানসিক নির্যাতনের অভিযোগ আনে। তবে এ দিন আদালতের তরফে শশী থারুরের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে কংগ্রেস নেতা শশী থারুর আদালতকে ধন্যবাদ জানিয়ে বলেছেন ” অশেষ ধন্যবাদ। সাড়ে সাত বছর ধরে অবর্ণনীয় অত্যাচার থেকে মুক্তি পেলাম। দেশের বিচার ব্যবস্থার উপর ভরসা ছিল। এ বার সুনন্দার জন্য শোক পালন করতে পারব।”

২০১৪-র ১৭ জানুয়ারি দিল্লির একটি অভিজাত হোটেল থেকে কংগ্রেস সাংসদ শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে সুনন্দার পাকস্থলীতে বিষ মেলে। এরপরই অভিযোগের তির ওঠে কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ভিসেরার নমুনা পাঠানো হয়। পাকস্থলী, প্লীহা, যকৃৎ ও মূত্রের নমুনা পরীক্ষা করে ন’মাস পরে রিপোর্ট আসে । সেই রিপোর্টে জানা যায়, নমুনা হিসাবে পাঠানো প্রত্যেকটি দেহাংশেই বিষের উপস্থিতি মিলেছে। সুতরাং বিষক্রিয়ার কারণেই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সুনন্দা পুস্করের ।

 

এরপর দিল্লি পুলিশের অভিযোগের ভিত্তিতে আদালতের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন ও তদন্তের নির্দেশ দেওয়া হয়। তিন হাজার পাতার চার্জশিটে সেই তদন্তকারী দলের তরফে জানানো হয়, স্বামী হিসাবে শশী থারুর অবহেলা করতেন সুনন্দা পুস্করকে। সেই অবহেলা সহ্য না করতে পেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। নিয়মিত অ্যালপ্রাক্স নামক একটি ওষুধও খেতেন।

advt 19

spot_img

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...