দিল্লি-কলকাতা ঢাকা রুটে বিমানের সূচি ঘোষণা

খায়রুল আলম , ঢাকা

ভারতে বিমান চালানোর জন্য নতুন সূচি ঘোষণা করল বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ার বাবল চুক্তির আওতায় আগামী ২২ অগস্ট থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দু’ দিন (রবি ও বুধবার) বিমান চলবে। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিন দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) চলবে বিমান।

বুধবার বাংলাদেশ এয়ারলাইন্সের এক নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের যে কোনো সেলস্ অফিস, বিমান কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই রুটের টিকিট সংগ্রহ করা যাবে।

যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে ৭২ ঘণ্টার মধ্যে আরটি/পিসিআর পরীক্ষা (কোভিড পরীক্ষা) করাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ঢাকা থেকে বিমানের দিল্লি ও কলকাতা রুটে কানাডার ডি হ্যাভিল্যান্ডের তৈরি অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ উড়বে।
নতুন এই উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র চার মিনিটেই ভেতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে।

 

 

Previous articleভোট পরবর্তী হিংসা মামলার রায় বৃহস্পতিবার
Next articleজয়প্রকাশ মজুমদারকে পুলিশের কাছে হাজিরার নির্দেশ হাইকোর্টের! কী বলছেন বিজেপি নেতা?