প্রথম ভারতীয় হিসাবে এনবিএ-তে খেতাব জয় করে ইতিহাস গড়লেন ভারতের প্রিন্সিপাল সিং

ভারতের( India) হয়ে ইতিহাস গড়লেন প্রিন্সিপাল সিং (Princepal Singh)। প্রথম ভারতীয় হিসাবে এনবিএ-তে (NBA) খেতাব জয় করলেন তিনি। মার্কিন মুলুকের সবচেয়ে জনপ্রিয় বাস্কেটবল লিগ এনবিএ-তে চ‍্যাম্পিয়ন হয়েছে সাকরামেন্টো কিংস। সেই দলের সদস্য প্রিন্সিপাল।

এর আগে প্রথম ভারতীয় হিসেবে এনবিএ-তে খেলে ইতিহাস গড়েছিলেন সতনাম সিং ভামারার। সতনাম যা করতে পারেননি, তাই করে দেখালেন প্রিন্সিপাল। গ্রীষ্মকালীন লিগ জিতে রেকর্ড বুকে নিজের নাম তুললেন প্রিন্সিপাল। মঙ্গলবার চ্যাম্পিয়নশিপ ম্যাচে বস্টন সেলটিক্সের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন প্রিন্সিপালরা। ম্যাচে ১০০-৬৭ ফলে জেতে সাকরামেন্টো। ভারতের ন্যাশলান বাস্কেটবল অ্যাকাডেমিতে আগে খেলতেন প্রিন্সিপাল।

আরও পড়ুন:ভারতীয় দল নয়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদের জন‍্য আবেদন দ্রাবিড়ের