আজও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গে

আজও বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

আরও পড়ুন:মর্মান্তিক! বিমান থেকে পড়ে মৃত্যু আফগান ফুটবলারের

গত বুধবার শরতের আগমন হলেও  বর্ষার আনুষ্ঠানিক বিদায় এখনও বেশ কিছুটা দেরি। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।  সক্রিয় মৌসুমী অক্ষরেখা জামশেদপুর ও দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।পাশাপাশি রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে।ফলে রাজ্যে সপ্তাহজুড়েই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। এরমধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙেও।

advt 19