Thursday, January 15, 2026

টিম গঠনের পরেই ডিজি-র কাছে মেল, খুন-ধর্ষণের মামলার নথি চাইল সিবিআই

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর থেকেই ‘অতিসক্রিয়’ সিবিআই। রাজ্যের ডিজিকে মেল করে ভোট পরবর্তী খুন এবং ধর্ষণের মামলার নথি চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোট পরবর্তী সময় কোথায় কোথায় খুন-ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে- সেইসব কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছে সিবিআই।রাজ্যের ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণের মামলাগুলির তদন্তের নির্দেশ সিবিআইকে (CBI) দিয়েছে কলকাতা হাইকোর্টের (High Court) ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার, আদালতের এই নির্দেশের পরেই তৎপরতা শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায়। ওইদিন সন্ধেয় দিল্লি ও কলকাতার সিবিআই আধিকারিকরা উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। হাইকোর্টের রায়ের প্রতিলিপি পেয়েই লিগাল টিমের সঙ্গে বৈঠক করেন সিবিআই-এর ডিরেক্টর। তদন্তের গুরুত্ব অনুযায়ী, চারটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। প্রতিটিতে টিমে ৬-৭ জন করে অফিসার রয়েছেন। কমপক্ষ ২৫-৩০ জনের দল আসছে রাজ্যে। স্পেশাল ইউনিটের সমস্ত কাজ খতিয়ে দেখতে শীর্ষে থাকবেন *একজন জয়েন্ট ডিরেক্টর পদ মর্যাদার অফিসার* । চারটি টিমের জন্য *চারজন জয়েন্ট ডিরেক্টর থাকছেন* । জয়েন্ট ডিরেক্টর পদের পরেই *একজন ডিআইজি, একজন সিনিয়র এস পি ও তিনজন এস পি* থাকছেন। এরপরেই প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হবে জয়েন্ট ডিরেক্টরের কাছে। সেই রিপোর্ট যাবে দিল্লিতে।

আরও পড়ুন:করোনার চোখরাঙানির মাঝেই দোসর মিস-সি, মালদা মেডিক্যালে ভর্তি কমপক্ষে ২০ জন শিশু

শীঘ্রই তাঁরা রাজ্যে আসছেন বলে খবর। আর এখানেই প্রশ্ন উঠেছে, সিবিআইয়ের হাতে একাধিক মামলা ঝুলছে। অথচ রাজ্যের ভোট পরবর্তী অশান্তি মামলা নিয়ে এত তৎপরতা কেন! রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো অনেক মামলারই মীমাংসা করতে পারেনি সিবিআই। কিন্তু এক্ষেত্রে এত তৎপরতা কেন? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার, যখন কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার সিবিআইকে দেয়, ঠিক তার আগের দিন অর্থাৎ বুধবার মাদ্রাজ হাইকোর্ট একটি রায় সিবিআইকে খাঁচাবন্দি তোতা পাখি বলে ভর্ৎসনা করে। এবার এই মামলায় সিবিআইয়ের ভূমিকা কী হয় সেদিকে তাকিয়ে সব মহল।

advt 19

 

spot_img

Related articles

বৃহস্পতির সকালে শীত-কুয়াশার ওপেনিং ইনিংস, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা 

পৌষের শীতের (Winter)হাড় কাঁপানো অনুভূতি মাঘের প্রথম সকালেও টের পাওয়া যাচ্ছে। তবে ভোরের দিকে হাওয়া একটু কম হওয়ায়...

১০০ দিনের টাকা আটকে রাখা যাবে না: হাইকোর্ট

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতিতে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে কালকে রয়েছে। ১০০ দিনের বকেয়া কাজের...

রাজ্যের ডিজিপি-কলকাতার পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার আর্জি নিয়ে শীর্ষ আদালতে ইডি

আইপ্যাক অফিসে তল্লাশি মামলায় (ED raid in ipac office) সুপ্রিম শুনানির দিন নতুন আবেদন নিয়ে হাজির হল এনফোর্সমেন্ট...

যুদ্ধকালীন পরিস্থিতি ইরানে, আকাশসীমা বন্ধ খামেনেইয়ের দেশের!

একদিকে দেশজুড়ে বিক্ষোভ অন্যদিকে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চোখরাঙানি- দুয়ের জেরে পিছু হটতে বাধ্য হলো ইরান (Iran)!...