Wednesday, August 27, 2025

রাখিতে মমতা, ত্রিপুরায় সাড়ম্বরে উৎসব পালন তৃণমূলের

Date:

Share post:

চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের(TMC) পাখির চোখ এখন ত্রিপুরা। আর সেই ত্রিপুরাতে(Tripura) রবিবার সকালে সাড়ম্বরে রাখি উৎসব(Raksha Bandhan) পালন করল ঘাসফুল শিবির। এদিন আগরতলা শহরের প্রাণকেন্দ্রে একাধিক রাস্তায় ঘুরে ঘুরে পথচলতি মানুষের হাতে বাঁধা হলো রাখি। পাশাপাশি আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গিয়ে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, রোগী ও তাদের পরিজনদের হাতেও রাখী বেঁধে দেন তৃণমূল কর্মীরা। এই কর্মসূচিতে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতা থেকে যাওয়া যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরাও।

আরও পড়ুন:দেশ ছাড়ার হিড়িকে ফের বিশৃঙ্খলা কাবুল বিমানবন্দরে, মৃত ৭ আফগান

তৃণমূলের তরফে জানা গিয়েছে, ত্রিপুরাতে রাখি বন্ধন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন সাধারন মানুষ। রাখিতে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ত্রিপুরা রাজ্যের আট জেলা ও ৬০ বিধানসভা পালন করা হয় এই রাখিবন্ধন উৎসব। তৃণমূল নেতা আশিষলাল সিং জানান, রাখি বন্ধন একটা উৎসব। আমরা সকলের সাথেই আনন্দ ভাগ করে নিতে চেয়েছি৷ দলকে লাগাতার কর্মসূচীর মধ্যে দিয়ে যেতে হবে। ছাত্র-যুবদের গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। তাই সকলকে সাথে নিয়েই আমরা আজ আগরতলা সহ সর্বত্র রাখি বন্ধন উৎসব পালন করলাম।

উল্লেখ্য, ত্রিপুরার নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। প্রতিদিন একদিকে চলছে যোগদান, অন্যদিকে জোর কদমে চলছে প্রচার। এরই মধ্যে দলের একাধিক নেতা-নেত্রী কলকাতা থেকে প্রতিদিন যাতায়াত করছেন ত্রিপুরায়। একাধিকবার আক্রান্ত হয়েছেন অনেকেই। এমনকী বাদ যায়নি দুই সাংসদ দোলা সেন, অপরুপা পোদ্দার।

advt 19

 

spot_img

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...