আফগানিস্তানের হাল দেখে শিক্ষা নেওয়া উচিত,’ মুফতির মন্তব্যে দেশ জুড়ে সমালোচনার ঝড়

আফগানিস্তানের (afjgjanistan) হাল দেখে শিক্ষা নেওয়া উচিত। যেখানে তালিবানরা (talibsn) ) গোটা দেশের ক্ষমতা দখল করে নিয়েছে এবং আমেরিকার মতো শক্তিশালী দেশকেও পালাতে বাধ্য করেছে।” পিডিপি নেত্রী মেহেবুবা মুফতির এই মন্তব্য ঘিরেই দেশ জুড়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে । কংগ্রেস এবং বিজেপি একযোগে এই মন্তব্যের বিরোধিতা করেছে। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার

কেন্দ্রের প্রতি আবারও বিষোদগার করেন এই নেত্রী । আবারো পিডিপি নেত্রী আফগানিস্তানের তালিবানি দখল নিয়ে বলেন, “আমাদের এভাবে পরীক্ষা নিলে কেন্দ্রেরই বিপদ। প্রতিবেশী দেশে কী হচ্ছে, তা দেখে শিক্ষা নেওয়া উচিত সরকারের। আমেরিকার মতো শক্তিশালী দেশকেও আফগানিস্তান ছেড়ে পালাতে হয়েছে। আপনাদের কাছে এখনও সুযোগ রয়েছে জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনা শুরু করার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আলোচনার মাধ্যমে নিজের ভুল শুধরে নিয়েছিলেন। আপনারাও বেআইনিভাবে জম্মু-কাশ্মীরের পরিচিতি যেভাবে কেড়ে নিয়েছেন এবং জম্মু-কাশ্মীরকে দুইভাগে ভাগ করে দিয়েছেন, তা শুধরে নিন। নাহলে অনেক দেরী হয়ে যাবে।”

advt 19

 

Previous articleরাখিতে মমতা, ত্রিপুরায় সাড়ম্বরে উৎসব পালন তৃণমূলের
Next articleবাংলা্দেশে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা