Monday, August 25, 2025

‘লক্ষীর ভাণ্ডার’ নিয়ে জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের, জারি নয়া নির্দেশিকা

Date:

Share post:

রাজ্যে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প ‘লক্ষীর ভাণ্ডার’ (Laxmi Bhandar)। চলছে আবেদন জমা নেওয়ার কাজ। গোটা রাজ্যে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচীর মাধ্যমে জমা নেওয়া হচ্ছে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম। তবে টাকা নিয়ে ফর্ম পূরণ করার অভিযোগ এসেছে একাধিক এলাকায়। উঠেছে জালিয়াতির অভিযোগও। এবার জালিয়াতি রুখতে কড়া নির্দেশিকা জারি করল রাজ্য। পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ফর্ম পূরণ করে দেওয়ার জন্য প্রয়োজনে ‘কন্যাশ্রী’ (Kanyashree) সেল্ফ হেল্প গ্রুপ (Self Help Group) অথবা কলেজ ছাত্র-ছাত্রীদের (College Students) কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণে যাতে কোনও জালিয়াতি না হয়, তা নিয়ে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই চালু হয় ফর্মপিছু ইউনিক নম্বরও। তার পরেও বিক্ষিপ্তভাবে কিছু জালিয়াতি বা হয়রানির খবর সামনে আসছে। এবার সেই পরিস্থিতি সামাল দিতে তৎপর রাজ্য। এ বিষয়ে নয়া নির্দেশিকাও জারি করেছে নবান্ন। নবান্নের নির্দেশে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় কোনও পঞ্চায়েত সদস্য বা ক্লাব কোনওভাবেই যুক্ত থাকতে পারবেন না। গোটা বিষয়টি জেলাশাসকদের দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ‘কন্যাশ্রী’দের পাশাপাশি আশা, অঙ্গনওয়াড়ি ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে কাজে লাগানোর জন্য বলা হয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকারি প্রকল্পে একাধিক ভুয়ো আবেদন জমা পড়ছে। অনেকে জাল সার্টিফিকেট দিচ্ছেন। কারা এমন কাজ করছেন, কোথায় ভুয়ো সার্টিফিকেট জমা পড়েছে, তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ফের পঞ্জশির-লক্ষ্যে তালিবান! ভাঙল গজনি গেট advt 19

 

spot_img

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...