এবার থেকে হোয়াটসঅ্যাপেও বুক করা যাবে কোভিড ভ্যাকসিন নেওয়ার স্লট। আর সে ক্ষেত্রে wa.me/ +919013151515 নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই বুক করা যাবে ভ্যাকসিনেশনের জন্য স্লট। কেন্দ্রীয় সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল চলতি বছরের ডিসেম্বরের মধ্যই সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকাকরণ করানোর লক্ষ্য স্থির করা হয়েছে। আর সেই লক্ষ্য পূরণেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য মঙ্গলবার সকালে টুইট করে জানান, নাগরিকদের সুবিধার্থে এই নতুন যুগের সূচনা। এবার থেকে নিজের ফোন থেকে খুব সহজেই করোনার ভ্যাকসিনের স্লট বুক করে ফেলুন। এরপরই তিনি একটি লিংক ও সেখানে শেয়ার করেছেন । প্রত্যেকটা পদক্ষেপকে বুঝিয়ে দিয়েছেন কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যাকসিনেশনের স্লট বুক করা যাবে।

Paving a new era of citizen convenience.
Now, book #COVID19 vaccine slots easily on your phone within minutes.
🔡 Send ‘Book Slot’ to MyGovIndia Corona Helpdesk on WhatsApp
🔢 Verify OTP
📱Follow the stepsBook today: https://t.co/HHgtl990bb
— Mansukh Mandaviya (@mansukhmandviya) August 24, 2021
আরও পড়ুন-আন্দোলনের নামে বিশৃঙ্খলা: বিকাশভবনের সামনে দুর্ভাগ্যজনক ঘটনা, গেলেন শিক্ষামন্ত্রী

হোয়াটসঅ্যাপে my gov India corona help desk এ book এ slot পাঠাতে হবে। তারপর একটা ওটিপি আসবে সেটাকে ভেরিফাই করে নিলেই নিজের স্লট বুক করা যাবে হোয়াটসঅ্যাপ থেকে। আর এই সংক্রান্ত সমস্ত তথ্যই বিস্তারিতভাবে ‘কো উইন’ অ্যাপে ও বর্ণনা করা আছে।


এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবার থেকে ভ্যাক্সিনেশনের সার্টিফিকেটও পাওয়া যাবে। আর এখন ভ্যাক্সিনেশনের স্লট বুক করার সুযোগ ও পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে।

