উদ্বেগ বাড়িয়ে একধাক্কায় অনেকটাই বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ৭৫৮ জনের। মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৮ জনের।

আরও পড়ুন:বাংলাদেশ নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। যা গতকালের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ৩৬৬ জন। সংক্রমণ বেশী হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ২ হাজার ৭৭৬। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ২২ হাজার ৩২৭ জন।

এখনও পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে কোনওভাবেই সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশি সংক্রমণ রয়েছে এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় কেরলে ২৪ হাজার ২৯৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৫৫ জন।এরপরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ।


