আফগানিস্তানে তৈরি হয়েছে চরম অরাজক অবস্থা। বহু মানুষ ছাড়তে চাইছেন দেশ। আফগান ছাড়াও সেই তালিকায় রয়েছেন আরও অনেক রাষ্ট্রের নাগরিক।সবাই ভিড় করছেন কাবুল বিমানবন্দরে।সেই ভিড়ের মধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
টলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যে গত ১০ দিনে কাবুল বিমানবন্দর চত্বরে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৫ জন মানুষ। এই হিসেব চলতি সপ্তাহের ২৫ অগস্ট পর্যন্ত। গত ১৫ অগস্ট রাজধানী কাবুলের দখল নেয় তালিবান। সেই সঙ্গেই পুরো আফগানিস্তান চলে যায় তালিবানের নিয়ন্ত্রণে।

আরও পড়ুন – আফগানিস্তান ইস্যুতে সরকারের পাশে, কেন্দ্রকে আটকে থাকা বাঙালিদের তালিকা দিল তৃণমূল
প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতদের সংখ্যা ২৫-এর বেশিও হতে পারে। আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। যাদের মধ্যে ছয় থেকে সাত জন প্রাণ হারিয়েছেন অনাহার এবং তৃষ্ণার কারণে। বাকিদের কয়েকজন ভিড়ের চাপেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিছু লোকের প্রাণ গিয়েছে তালিবানের এয়ার স্ট্রাইকে।
সব মিলিয়ে পরিস্থিতি খুবই জটিল। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে নিত্যদিন বহু মানুষ আসছেন কাবুল বিমানবন্দরে। সকলেরই লক্ষ্য আফগানিস্তান ছেড়ে অন্য কোনও নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়া। বিপুল মানুষের চাপেই জটিলতা তৈরি হচ্ছে। এরই মাঝে আফগানদের আটকাতে মরিয়া তালিবান বিমানবন্দরের বাইরে দেদার স্মোক গ্যাস ও জলকামান ব্যবহার করছে। পাশাপাশি শোনা গিয়েছে তালিবানের হুমকি। আফগান নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা চাপিয়েছে তারা। পাশাপাশি চলতি মাসের মধ্যেই সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আফগানিস্তান ছেড়ে যেওয়ার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমেরিকাকে।