Wednesday, November 12, 2025

সমস্ত পরীক্ষার ফি-টিউশন ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

নভেল করোনাভাইরাস অতিমারী পরিস্থিতির কারণে সমস্ত পরীক্ষার ফি এবং টিউশন ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশেষে ছাত্রদের আন্দোলনের দাবি মানল।

মার্কশিট বা গ্রেডশিট তোলা বা সেমেস্টার দেওয়ার জন্য কোন ফি দিতে হবে না পড়ুয়াদের। এই মর্মে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিস। করোনা মহামারির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন-ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডি

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান অতিমারি পরিস্থিতিতে সমস্ত সেমেস্টারের পড়ুয়াদের টিউশন ফি মকুব করা হবে। পাশাপাশি, বিভিন্ন সেমেস্টারের পরীক্ষার্থীদের মার্ক শিট বা গ্রেড শিট সংগ্রহ করতেও কোনও রকম ফি দিতে হবে না।’

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে লিখেছেন, “এই সময় সবার জন্য চেষ্টা করার সময়। কোভিড ১৯ -এর কারণে আমরা যে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তা মাথায় রেখে, কলকাতা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সেমিস্টারের টিউশন ফি মকুব করার সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও লিখেছেন, অধীনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহানুভূতিশীল নেতৃত্ব, আমরা একসাথে এই যুদ্ধে জিতব!”

আরও পড়ুন-তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের উপর হামলা, কড়া প্রতিক্রিয়া দিয়ে ত্রিপুরার পথে কুণাল

প্রসঙ্গত, কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউ আসার আগে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ফি এবং টিউশন ফি মকুবের দাবিতে অবস্থান-বিক্ষোভে নেমেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। সেই আন্দোলনের প্রেক্ষিতে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ সে সময় ফি মকুবের কথা ঘোষণা করেছিলেন। এ বার একই পথে হাঁটল কলকাতা বিশ্ববিদ্যালয়।

এর আগে রাজ্য সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফি মকুব করেছিল রাজ্য সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন ছাত্রছাত্রীরা।

advt 19

 

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...