সত্যি হল মার্কিন আশঙ্কা! জোড়া বিস্ফোরণের ৪ দিনের মাথায় ফের কেঁপে উঠল কাবুল। কাবুল বিমানবন্দরের কাছে চারদিনের মাথায় ফের বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত এক শিশু সহ ২। আহত অন্তত তিনজন। আহতের সংখ্যা কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি বলে খবর। বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

বৃহস্পতিবার রাতে আচমকাই জোড়া বিস্ফোরণ ঘটেছিল কাবুল বিমানবন্দরে। ধারাবাহিক বিস্ফোরণে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। সেই স্মৃতি এখনও টাটকা। তার মধ্যে আবার ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই কাবুলে বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ড্রোন হামলায় বিস্ফোরণের মূল চক্রীকে হত্যার দাবির পর এই আশঙ্কা প্রকাশ করেন বাইডেন। আইএসের খোরাসান গোষ্ঠী বদলা নেবে, আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর সেই আশঙ্কা সত্যি প্রমাণ করে ফের কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ হল। কাবুল বিমানবন্দরের কাছে জনবসতিপূর্ণ এলাকায় রকেট-হামলা হয়। তার ফলেই বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর, মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেটে হামলা চালায় IS-K (খোরাসান)। খোয়াজা বুগরার একটি বাড়ি লক্ষ্য করে রকেট হামলা চলে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৫০০ কর্মী সমর্থক
