কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৫০০ কর্মী সমর্থক

ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক। রবিবার হাওড়ায় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই যোগদানপর্ব হয়েছে৷ কংগ্রেসের এই কর্মী-সমর্থকদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। দেবলিনা দাস, দেবায়ন শেঠ-সহ কংগ্রেসের যুব সংগঠনের নেতৃবৃন্দ এদিন কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হন। অরূপ রায় বলেন, এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞে এখন থেকে এরাও সামিল হলেন। এদিনের যোগদান পর্বে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সদর চেয়ারম্যান লগনদেও সিং, জেলা সদর সভাপতি কল্যাণ ঘোষ, জেলা সদর যুব সভাপতি তুষারকান্তি ঘোষ, জেলা সদর আইএনটিটিইউসি সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার, তৃণমূল নেতা সৃষ্টিধর ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, অনুপ্লব ঘোষ প্রমুখ।

আরও পড়ুন- দলের জমি বিক্রি! শাস্তির মুখে পড়তে চলেছেন সিপিএমের রবীন রাই?

advt 19

 

Previous articleঅসমে মমতাকে স্বাগত জানিয়ে কটাক্ষের মুখে হিমন্ত
Next articleটোকিও প‍্যারালিম্পিক্সে তৃতীয় পদক ভারতের, ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ পদক জয় বিনোদ কুমারের