টোকিও প‍্যারালিম্পিক্সে তৃতীয় পদক ভারতের, ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ পদক জয় বিনোদ কুমারের

টোকিও প‍্যারালিম্পিক্সে ( Tokyo Paralympics) তৃতীয় পদক পেল ভারত( India)। রবিবার প‍্যারালিম্পিক্সে ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ পদক জিতলেন বিনোদ কুমার( Vinod Kumar)। এই জয়ের ফলে প‍্যারালিম্পিক্সে পরপর তিনটি পদক জিতে নিল ভারতীয় প্যারাথলিটরা। এই বিভাগে সোনার পদক জিতেছেন পোল্যান্ডের পিওতর কোসেউইচইন।

শুধু পদক জয়ই নয়, রবিবার এফ৫২ বিভাগে এশিয়ান রেকর্ড ভাঙলেন বিনোদ কুমার। ১৯.৯১ মিটার ছুঁড়েছেন তিনি। এই পদক জয়ের ফলে টোকিও প্যারালিম্পিকে ভারতের সেরা পারফর্মেন্স থেকে এক পদক দূরে ভারত। কারণ ২০১৬ রিও প্যারালিম্পিকে চারটি পদক জিতেছিল ভারত।

আরও পড়ুন:টোকিও প‍্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের, হাইজ‍্যাম্পে রুপো জিতলেন ভারতের নিষাদ কুমার, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

 

Previous articleকংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৫০০ কর্মী সমর্থক
Next articleআচমকা ধস, চালু হয়েও বন্ধ টয়ট্রেন পরিষেবা