ফের জ্যাভলিন, বিশ্বরেকর্ড গড়ে টোকিও প্যারা অলিম্পিকে সোনা জয় সুমিতের

ট্র্যাক এন্ড ফিল্ডে সত্যিই সোনার সময় চলছে ভারতের। সোমবার টোকিও প্যারিলিম্পিক্সে(paralympics) একদিনে দু’টি সোনার পদক এল ভারতের(India) ঝুলিতে। সকালে ১০ মিটার প্যারা শ্যুটিংয়ে অবনী লেখারার পর, বিকেলে এবার জ্যাভলিন থ্রোয়ের(javelin throw) F64 বিভাগে সোনা জিতলেন সুমিত আন্তিল(Sumit Antil)। পাশাপাশি বিশ্বরেকর্ড(world record) গড়ে ভারতকে গর্বিত করলেন তিনি।

গত ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবার সেই টোকিওতেই প্যারালিম্পিক্সের জ্যাভলিন থ্রোয়ে নীরজের ২৩ দিন পর সোনা জিতলেন সুমিত। জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে সোনা জেতার পথে দুবার বিশ্বরেকর্ড গড়েন সুমিত। দ্বিতীয় বারের চেষ্টাতে ছোঁড়েন ৬৮.০৮ মিটার। তার পর নিজের সেই বিশ্বরেকর্ড ভেঙে পঞ্চমবারের চেষ্টায় ছোঁড়েন ৬৮.৫৫ মিটার। টোকিও প্যারালিম্পিকে কয়েক মিনিটের ব্যবধানে নিজের গড়া বিশ্ব রেকর্ডই তিনবার ভেঙে ফেললেন সুমিত। নীরজ চোপড়ার মত সুমিত আন্তিলও হরিয়ানার বাসিন্দা।

আরও পড়ুন:টোকিও প্যারালিম্পিক্সে ভারতের প্রথম সোনা, শ্যুটিংয়ে বিশ্বরেকর্ড অবনী লেখারার

সোনার ছেলে সুমিতের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। এদিন টুইট করে তাঁকে অভিনন্দন বার্তা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ক্রীড়া জগতের তারকারা।

advt 19