টিএমসির প্রতিষ্ঠা বার্ষিকীর পর এবার ত্রিপুরায় শিক্ষক দিবস পালন তৃণমূলের

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের পর এবার ত্রিপুরায় শিক্ষক দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলের তরফে এই কথা জানিয়ে বলা হয়েছে ত্রিপুরায় এই মুহূর্তে শিক্ষকদের অবস্থা দুর্বিষহ। প্রতিশ্রুতি দিয়েও ১০ হাজারের বেশি শিক্ষককে বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে। তাদের বেতন নিয়ে নানা সমস্যা রয়েছে। সেই সঙ্গে রাজ্যে শিক্ষকদের নূন্যতম সম্মান নেই।

আরও পড়ুন –গরুকে জাতীয় পশু করার পক্ষে সওয়াল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদবের

এই পরিপ্রেক্ষিতে শিক্ষকদের সম্মান দেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ তৃণমূল কংগ্রেস। আগামিদিনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে শিক্ষদের নতুন মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত করবে। এই মুহূর্তে ত্রিপুরায় একের পর এক কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন সদ্য কংগ্রেস থেকে আসা সুস্মিতা দেব এবং ব্রাত্য বসু। বুধবার থেকে তাঁদের কর্মসূচি শুরু হয়েছে। তাঁরাও থাকবেন ৫ সেপ্টেম্বরের শিক্ষক দিবস অনুষ্ঠানে।

advt 19