উপনির্বাচন হচ্ছেই, শুক্রবারই বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ!

পুজোর আগেই রাজ্যে উপনির্বাচন? নির্বাচন কমিশনের তৎপরতা সেই ইঙ্গিতই দিচ্ছে। ইতিমধ্যেই যেসকল রাজ্যে উপনির্বাচন রয়েছে, সেই রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বুধবার বৈঠক সেরেছে কমিশন। ওই বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে কোভিডের পাশাপাশি রাজ্যের বন্যা পরিস্থিতিও এখন নিয়ন্ত্রণে বলেও জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে শুক্রবার বিভিন্ন রাজ্যের উপনির্বাচন নিয়ে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

কমিশন সূত্রে খবর, শুক্রবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে বসছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের রিপোর্ট বা মতামত ভোট নিয়ে পাঠিয়েছে কমিশনের কাছে। সেগুলি নিয়ে পর্যালোচনা করা হবে বলে কমিশন সূত্রে খবর। সে ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মতামত খতিয়ে দেখা তার সঙ্গে রাজনৈতিক দলগুলি ভোট কিভাবে চাইছে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে চাইছে কমিশন।

আরও পড়ুন- সংবাদমাধ্যমের একাংশের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট

advt 19