Monday, August 25, 2025

উত্তরবঙ্গ জুড়ে আজ শ্রদ্ধার সঙ্গে পালিত হল শিক্ষক দিবস

Date:

Share post:

গোটা রাজ্যে আজ শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে শিক্ষক দিবস। পিছিয়ে নেই জলপাইগুড়ি জেলাও । রবিবার,জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হচ্ছে শিক্ষক দিবস। আজ ৫ ই সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। তিনি দেশের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। এমনকি শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য, তাকে ‘ভারতরত্ন’ সম্মানে সম্মানিত করা হয়। তার জন্মদিনটি ভারতে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়।

 

এই উপলক্ষে রবিবার জলপাইগুড়ি শহরের সানুপাড়ায় শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁর আবক্ষ‍ মূর্তিতে মাল‍্যদান এবং পুষ্পস্তবক অর্পণ করে মর্যাদার সাথে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার, উদযাপন কমিটির সভাপতি পার্থ বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। এছাড়াও এদিন জয়ন্তীপাড়া শিশু শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সামগ্রী প্রদান ও সমাজের পাঁচ গুনীজনদের স্মারক সম্মান তুলে দেওয়া হয়।

 

অন্যদিকে সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কিছু প্রাক্তন ছাত্রের অভিনব উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন করা হয়। বিদ্যালয়ের সদ্য প্রয়াত প্রাক্তন শিক্ষকদের স্মৃতির উদ্দেশ্যে সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে “স্মরণে ও মননে”। প্রয়াত পাঁচ প্রাক্তন শিক্ষকের উদ্দেশ্যে মরনোত্তর সম্মান প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অনেকে।পাশাপাশি এদিন জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে নার্সিং ট্রেনিং ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে একটি অনুষ্ঠান হয়। অন্যদিকে শিক্ষক দিবস উপলক্ষে ধুপগুড়ি কমিউনিটি হলে ব্লকের সমস্ত শিক্ষক শিক্ষিকারা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপুরে পৌরসভার উপ পৌর পিতা রাজেশ কুমার সিংহ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিরা।

advt 19

 

 

 

spot_img

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...