Friday, January 16, 2026

বিস্তর কোভিড-নাটকের যবনিকা, কোহলি-ব্রিগেড নামছে ম্যাঞ্চেস্টারে

Date:

Share post:

ভারতীয় সময় রাত ১২.৪৪। টিম ইন্ডিয়ার কোভিড রিপোর্ট অর্থাৎ RTPCR এলো। মেঘ কেটে ঝলমলে রোদ। ফলে ম্যাঞ্চেস্টার টেস্ট আজ শুরু হচ্ছে।

প্রথমে হেড কোচ রবি শাস্ত্রী। তারপর ফিজিও যোগেশ পারমার। কোভিড আক্রান্তের খবর সামনে আসতেই গুটিয়ে যায় ইংল্যান্ড বাহিনী। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভারতীয় বোর্ডকে বিসিসিআই ম্যাঞ্চেস্টার টেস্ট ওয়াক ওভার দিক। খেলা হবে না! ভারতীয় বোর্ড খারিজ করে দেয় সেই অনুরোধ। ইংল্যান্ড বোর্ড বাড়াবাড়ি করছে বলেই মনে হয় ভারতীয় বোর্ডের। ভারতীয় সময় রাত সাড়ে বারোটার পর কোভিড রিপোর্ট আসে কোহলি বাহিনীর। তারপর ইসিবি জানিয়ে দেয় তারা খেলতে প্রস্তুত।

কিন্তু ইংল্যান্ডের এই করোনা নাটক কেন? দু’দিন আগেই রবি শাস্ত্রী আক্রান্ত হন। কেউ টুঁ শব্দটি পর্যন্ত করেননি। তার আগে ঋষভ পন্থ, তারও আগে ভরত অরুণ। কিন্তু যোগেশ পারমারকে নিয়ে কেন এতো টানাপোড়েন?

বুধবার ভারতের প্র‍্যাক্টিশ ছিল। সঙ্গে ছিলেন না হেড ফিজিও নীতিন প্যাটেল। কারণ, কোভিড আক্রান্ত শাস্ত্রীর সংস্পর্শে আসেন তিনি। ম্যাঞ্চেস্টার আসেন শুধু যোগেশ। বুধবার প্র‍্যাক্টিসের পর যোগেশের শরীর খারাপ লাগে, টেস্ট হয়, রিপোর্ট পজিটিভ। এরপর কার্যত দক্ষযজ্ঞ বাধে। ভারতীয় ক্রিকেটারদের সোজা হোটেল রুমে, নিভৃতবাসে পাঠানো হয়। সাংবাদিক সম্মেলন বাতিল। RTPCR হয় গোটা দলের। কারণ যোগেশ বোলারদের বিশেষত সিরাজ, শামি, ইশান্ত, পূজারা, রোহিতদের সাহায্য করেছিলেন। টেনশন বাড়ে। পঞ্চম টেস্টের পরেই দুটি টিমেরই আমিরশাহি উড়ে গিয়ে আইপিএলে অংশ নেওয়ার কথা। সূচি পিছনোর কোনও সুযোগ নেই। আইপিএল শেষ হওয়ার দুদিনের মাথায় টি-২০ বিশ্বকাপ। তারমধ্যে ১৫ দিন চলে গেলে গোটা টুর্নামেন্টের আর কিছু বাকি থাকে না।

রাতে কোহলিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে ভারতীয় বোর্ড। কোহলিরা বোর্ডের হাতে সিদ্ধান্ত ছেড়ে দেয়। এর মাঝে ইংল্যান্ড বোর্ড ভারতকে ওয়াক ওভার দিতে বলে। সুবিধা রুটদের। তাতে সিরিজ ২-২ হয়ে যাবে। কোহলিরা তা পত্রপাঠ বাতিল করে। জানায় খেলা হবে। শেষ টেস্ট বাতিল করতে চাইলে করুক। তাতে ভারত সিরিজ জিতে শেষ করবে। বোর্ড ঠিক করুক কোথায় খেলা হবে। এর মাঝে কোভিড রিপোর্টে সকলে নেগেটিভ আসায় বোর্ড স্বস্তির নিঃশ্বাস ফেলে জানায় তারা খেলছে।

কিন্তু ভারতীয় দলেই সমস্যা। এক সিনিয়র ক্রিকেটার মাঠে নামতেই চাইছেন না। তার পরিবারও নাকি তাকে মাঠে না নামতেই বলেছে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

কোন কোন OBC শংসাপত্র গ্রহণযোগ্য? বিজ্ঞপ্তি জারি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় OBC শংসাপত্রের বৈধতা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। কলকাতা হাই কোর্টের (Calcutta High...

সামান্য তুলোতেই উঠে গেল ভোটের কালি! মহারাষ্ট্র পুরনিগম নির্বাচনে তবু পুণর্নির্বাচন নয়

নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ। ফল ঘোষণার প্রস্তুতি মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনের। অথচ এরপরেও মিলল না ভোটের কালি (indelible...

WPL-র মধ্যেই বড় চমক, সঞ্জীব গোয়েঙ্কার দলে স্মৃতি

বিবাহ অধ্যায় ভুলে ২২ গজে পুরানো ছন্দে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ভারতীয় দলে খেলার পর বর্তমানে WPL খেলছেন...

২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন: নিপা ভাইরাস প্রতিরোধ-চিকিৎসায় গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

নিপা ভাইরাস (Nipah Virus) সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)।...