Wednesday, November 12, 2025

বিস্তর কোভিড-নাটকের যবনিকা, কোহলি-ব্রিগেড নামছে ম্যাঞ্চেস্টারে

Date:

Share post:

ভারতীয় সময় রাত ১২.৪৪। টিম ইন্ডিয়ার কোভিড রিপোর্ট অর্থাৎ RTPCR এলো। মেঘ কেটে ঝলমলে রোদ। ফলে ম্যাঞ্চেস্টার টেস্ট আজ শুরু হচ্ছে।

প্রথমে হেড কোচ রবি শাস্ত্রী। তারপর ফিজিও যোগেশ পারমার। কোভিড আক্রান্তের খবর সামনে আসতেই গুটিয়ে যায় ইংল্যান্ড বাহিনী। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভারতীয় বোর্ডকে বিসিসিআই ম্যাঞ্চেস্টার টেস্ট ওয়াক ওভার দিক। খেলা হবে না! ভারতীয় বোর্ড খারিজ করে দেয় সেই অনুরোধ। ইংল্যান্ড বোর্ড বাড়াবাড়ি করছে বলেই মনে হয় ভারতীয় বোর্ডের। ভারতীয় সময় রাত সাড়ে বারোটার পর কোভিড রিপোর্ট আসে কোহলি বাহিনীর। তারপর ইসিবি জানিয়ে দেয় তারা খেলতে প্রস্তুত।

কিন্তু ইংল্যান্ডের এই করোনা নাটক কেন? দু’দিন আগেই রবি শাস্ত্রী আক্রান্ত হন। কেউ টুঁ শব্দটি পর্যন্ত করেননি। তার আগে ঋষভ পন্থ, তারও আগে ভরত অরুণ। কিন্তু যোগেশ পারমারকে নিয়ে কেন এতো টানাপোড়েন?

বুধবার ভারতের প্র‍্যাক্টিশ ছিল। সঙ্গে ছিলেন না হেড ফিজিও নীতিন প্যাটেল। কারণ, কোভিড আক্রান্ত শাস্ত্রীর সংস্পর্শে আসেন তিনি। ম্যাঞ্চেস্টার আসেন শুধু যোগেশ। বুধবার প্র‍্যাক্টিসের পর যোগেশের শরীর খারাপ লাগে, টেস্ট হয়, রিপোর্ট পজিটিভ। এরপর কার্যত দক্ষযজ্ঞ বাধে। ভারতীয় ক্রিকেটারদের সোজা হোটেল রুমে, নিভৃতবাসে পাঠানো হয়। সাংবাদিক সম্মেলন বাতিল। RTPCR হয় গোটা দলের। কারণ যোগেশ বোলারদের বিশেষত সিরাজ, শামি, ইশান্ত, পূজারা, রোহিতদের সাহায্য করেছিলেন। টেনশন বাড়ে। পঞ্চম টেস্টের পরেই দুটি টিমেরই আমিরশাহি উড়ে গিয়ে আইপিএলে অংশ নেওয়ার কথা। সূচি পিছনোর কোনও সুযোগ নেই। আইপিএল শেষ হওয়ার দুদিনের মাথায় টি-২০ বিশ্বকাপ। তারমধ্যে ১৫ দিন চলে গেলে গোটা টুর্নামেন্টের আর কিছু বাকি থাকে না।

রাতে কোহলিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে ভারতীয় বোর্ড। কোহলিরা বোর্ডের হাতে সিদ্ধান্ত ছেড়ে দেয়। এর মাঝে ইংল্যান্ড বোর্ড ভারতকে ওয়াক ওভার দিতে বলে। সুবিধা রুটদের। তাতে সিরিজ ২-২ হয়ে যাবে। কোহলিরা তা পত্রপাঠ বাতিল করে। জানায় খেলা হবে। শেষ টেস্ট বাতিল করতে চাইলে করুক। তাতে ভারত সিরিজ জিতে শেষ করবে। বোর্ড ঠিক করুক কোথায় খেলা হবে। এর মাঝে কোভিড রিপোর্টে সকলে নেগেটিভ আসায় বোর্ড স্বস্তির নিঃশ্বাস ফেলে জানায় তারা খেলছে।

কিন্তু ভারতীয় দলেই সমস্যা। এক সিনিয়র ক্রিকেটার মাঠে নামতেই চাইছেন না। তার পরিবারও নাকি তাকে মাঠে না নামতেই বলেছে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

গুজবের মুখে ছাই, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাতসকালেই বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র 

২৪ ঘণ্টা আগে এতক্ষণে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। কিন্তু বলিউডের 'হি ম্যান' রোগ, শারীরিক অসুস্থতার ভিলেনকে পরাজিত...

চিকিৎসায় মিলেছে সাড়া, প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতি 

ভারতীয় বিনোদন জগতের হি-ম্যান ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগের মধ্যেই বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) শারীরিক অসুস্থতার...

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...