Wednesday, November 12, 2025

কালীঘাটে পুজো-তথাগত রায়ের আশীর্বাদ-হেস্টিংসে বৈঠক সেরে প্রচারে নামলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

Date:

Share post:

নজরে ভবানীপুর। ভবানীপুর আসনে উপনির্বাচনে তিন আইনজীবীর ‘লড়াই’। মমতা বন্দ্যোপাধ্যায়-প্রিয়াঙ্কা টিব্রেওয়াল-শ্রীজীব বিশ্বাস। সেই কারণে সকাল থেকে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। প্রচারের আগে তথাগত রায়ের বাড়িতে যান প্রিয়াঙ্কা। দলের প্রবীণ নেতার আশীর্বাদ চাইতেই এদিন তাঁর বাড়ি যান প্রিয়াঙ্কা। এমনই জানান বিজেপি নেতা। ভবানীপুর উপনির্বাচনে জয় কামনা করে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে শুভেচ্ছা জানান তথাগত রায়।

এদিন প্রিয়াঙ্কা বলেন,‘আমার এখনও মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। মনুষ্যত্ব বাঁচানোর জন্যই আমি এই লড়াইয়ে নেমেছি। আমার এই লড়াইটা শুধু বিধায়ক হওয়ার লড়াই নয়, বাংলার মানুষকে বাঁচানোর লড়াই। তাই মনুষ্যত্ব বাঁচাতে আমি ভোট চাইব’। এর পাল্টা জবাব দিয়ে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের আশীর্বাদে এবার কম করে লক্ষাধিক ভোটে জয়ী হবেন। পৃথিবীর কারোর ক্ষমতা নেই আটকানোর।

আরও পড়ুন-বিরোধী দলনেতাকে এজেন্সি তলব করছে না কেন? প্রশ্ন সূর্যকান্তের

এদিন হেস্টিংসে বিজেপির অফিসে বৈঠকের পর কালীঘাট মন্দিরে আসনে বিজেপির আইনজীবী প্রার্থী প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন। যদিও তিনি হেরে গিয়েছিলেন। কালীঘাট মন্দিরে পৌঁছে প্রিয়ঙ্কা বলেন, মায়ের আশীর্বাদ নিয়েই চলতে হয়। মায়ের আশীর্বাদ নিতেই এখানে এসেছি।

প্রিয়াঙ্কা বলেন, এন্টালিতে বাড়ি বাড়ি প্রচার করেছি। এখানেও বাড়ি বাড়ি প্রচার করব। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এন্টালি আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন প্রিয়াঙ্কা। তবে হেরে গিয়েছিলেন।

শনিবার ভবানীপুরে উপনির্বাচনে রণকৌশল নির্ধারণে বিজেপির বৈঠক হয়। হেস্টিংসে হয় এই দলীয় বৈঠক। বৈঠকে ছিলেন অর্জুন সিং, জ্যোতির্ময় মাহাতো, সৌমিত্র খাঁ। এদিন প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিয়ে বৈঠক করেন নেতারা।

advt 19

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...