Saturday, August 23, 2025

ভোটের আগে দুধ দোওয়ানো-কাপড় কাচা সব করেছিলেন, বিধায়ক হওয়ার পর আর পাত্তা নেই বিজেপির মধুসূদনের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কেটে গিয়েছে প্রায় চার মাস। আরামবাগ জুড়ে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বাড়বাড়ন্ত দেখতে পাওয়া গিয়েছিল অধিকমাত্রায়। কিন্তু নির্বাচনের আগে যারা অন্য দল ছেড়ে  বিজেপিতে এসেছিলেন ক্ষমতার লোভে তাদের বেশির ভাগটাই পুরানো দলে ফিরে গিয়েছেন। এদিকে আরামবাগবাসীদের দাবি, বিজেপি নেতা মধুসূদন বাগ বিধায়ক হওয়ার পর দলের নানান অনুষ্ঠান ও কর্মসূচিতে বিশেষভাবে দেখতে পাওয়া যায়নি।

ভোট প্রচারে নেমে মানুষের বিশ্বাস অর্জনের জন্য অনেক কিছুই করেছেন মধুসূদন। ঘুঁটে দেওয়া থেকে শুরু গরুর দুধ দোওয়ানো, লাঙল টানা কোন কিছুই বাকি রাখেননি। কিন্ত ভোটে জেতার পর মানুষের পাশে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।

আরও পড়ুন: ভবানীপুরে বাহুবলীরা কারচুপি করলে পা ভেঙে দেবে মানুষ! ফিরহাদের নিশানায় অর্জুন-শুভেন্দু

এদিকে মুকুল রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন বিজেপির প্রায় ২৪-২৫ জন বিধায়ক। এই বিষয়টি জনগণের মধ্যে ছড়িয়ে যাওয়ার পর রাজনীতিতে একটি নতুন  কৌতূহল সৃষ্টি হয়েছে।

রাজ্যে তৃতীয় বারের জন্য সরকার গঠন করেছেন  তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিমান ঘোষের নেতৃত্বে  আরামবাগ মহকুমায় চারটি আসনেই শাসক দলকে জায়গা করতে দেয়নি । বিজেপিকে চ্যালেঞ্জ করে রাজ্যের ক্ষমতা পুনরায় ধরে রাখেন তৃণমূল। এরপরেই আরামবাগ বাসীর মনে প্রশ্ন জেগে উঠেছে উন্নয়ন নিয়ে। অভিযোগের সুর টেনে আরামবাগবাসী বলেন, প্রয়োজনে বিধায়ককে দেখতে পাওয়া যায় না। বিজেপির একাংশের মুখে শোনা গিয়েছে, মধুসূদন বাগ যদি একইরকমভাবে চলতে থাকেন তাহলে ভবিষ্যতে  আরামবাগে পুরোভোটে মানুষ আর বিজেপিকে চাইবে না।

যদিও বিধায়ক মধুসূদন জানিয়েছেন তিনি বর্তমানে অসুস্থ। অসুস্থতার কারণেই তিনি হয়তো বেশি বাইরে যাচ্ছেন না কিন্তু বিধায়ক হিসাবে কাজ করে চলেছেন।
তবে মধুসূদন বাগ দলবদল করে কিনা এখন সেটাই দেখার।
advt 19

 

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...