Wednesday, November 12, 2025

৯/১১ হামলায় হাত ছিল সৌদি আরবের, চাঞ্চল্যকর অভিযোগ আমেরিকার

Date:

Share post:

গত শনিবার ৯/১১ জঙ্গি হামলার ২০ তম বার্ষিকী পালন করেছে আমেরিকাসহ বিশ্বের বেশিরভাগ দেশ। আর এই দিনে এক মেমো প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যাতে ইঙ্গিত দেওয়া হয়েছে ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার সৌদি আরবের হাত ছিল। স্বাভাবিকভাবেই এই মেমো প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে।

বাইডেন প্রশাসনের তরফে যে মেমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে নাম রয়েছে ওমর বায়ুমির। সেই সময় বায়ুমির পরিচয় একজন ছাত্র হিসেবে থাকলেও , সরাসরি তার যোগ ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার মূল চক্রী আল-কায়দার সঙ্গে। একই সঙ্গে সৌদি আরবে গোয়েন্দা কর্মী হিসেবেও ওমর বায়ুমি কাজ করত বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন থেকে চারটি বিমান হাইজ্যাকে ওমর বায়ুমির বিশেষ ভূমিকা ছিল বলেও দাবি করা হয়েছে। অভিযুক্ত এই ওমর বায়ুমিকে শনাক্ত করেছে একটি সূত্র। ২০০৯ ও ২০১৫সালে দেওয়া সাক্ষাৎকারে তার সঙ্গে ওমর বায়ুমির পরিচয় ছিল বলেও দাবি করেছেন তিনি। নথিতে বায়ুমির সঙ্গে আরও দুই বিমান ছিনতাইকারী নওয়াজ আল হাজমি ও খালিদ আল মিডহারের মধ্যে যোগাযোগের পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। লস এঞ্জেলেসের কিং ফাদ মসজিদের রক্ষণশীল ইমাম আর সেখানের সৌদি কনস্যুলেটের এক কর্তা ফাহাদ আল থুমাইরির সঙ্গে বিমান ছিনতাইকারীদের যোগাযোগ ছিল বলেও রিপোর্টে বলা হয়েছে। আর এইসব রিপোর্ট প্রকাশ্যে আসতেই সন্দেহের নজর ঘুরেছে সৌদি আরবের দিকে।

আরও পড়ুন:কৃষকদের স্বার্থে একাধিক দাবিতে মুখ্যমন্ত্রী যোগীকে চিঠি বিজেপি সাংসদ বরুণ গান্ধীর

আমেরিকার প্রকাশিত মেমোতে বলা হয়েছে সন্দেহভাজনদের টেলিফোন নাম্বার খতিয়ে দেখা হয়েছে। তাতে স্পষ্ট বায়ুমির সঙ্গে যোগাযোগ ছিল জঙ্গিদের। মেমোতে বলা হয়েছে হামজি আর মিধাকে নিয়োগ করা হয়েছিল বায়ুমিকে সাহায্য করার জন্য । মূলত থাকার ব্যবস্থা করা, আর্থিক সহযোগিতা করার আর প্রয়োজনে অনুবাদক জোগাড় করে দেওয়া।

advt 19

 

spot_img

Related articles

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...