Sunday, August 24, 2025

ভোট-পরবর্তী হিংসা মামলায় সোমবার রাজ্যের আবেদন শুনবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

ভোট-পরবর্তী হিংসা(postpoll violation) মামলায় কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) তরফে সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আগেই। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার(state government)। আগামী সোমবার রাজ্যের দায়ের করা সেই আবেদন শুনবে শীর্ষ আদালতের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ। যেখানে রয়েছেন বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। এই ৭ দিনের মধ্যে সব পক্ষকে দু পাতার মামলাসংক্রান্ত নোট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

ভোট-পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআইয়ের তরফে ইতিমধ্যেই জেলায় জেলায় ঘুরে কথা বলেছেন নির্যাতিতদের সঙ্গে। এদিকে সিবিআই তদন্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে রাজ্য সরকারের দায়ের করা পিটিশনে অভিযোগ করা হয়েছে, রাজ্যে পা রেখে সিবিআই কেন্দ্রের পক্ষে কাজ করছে। তাদের একমাত্র লক্ষ্য তৃণমূল কর্মী সমর্থকদের বিভিন্ন মামলায় ফাঁসানো। সরকারের তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছে সিবিআই। একইসঙ্গে এই মামলায় রাজ্যে যে সিবিআই তদন্ত চলছে তাতে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন:২০ দিন ধরে প্রধানমন্ত্রীর মেগা জন্মোৎসব পালনের ঘোষণা দিলীপ ঘোষের

উল্লেখ্য গত ১৯ আগস্ট ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। খুন ও ধর্ষণের মতো ঘটনার তদন্ত ভার দেওয়া হয় সিবিআইকে। এর পাশাপাশি অন্যান্য হিংসার তদন্তভার দেওয়া হয় সিটকে। তদন্তভার হাতে নিয়ে ইতিমধ্যেই ভোট-পরবর্তী হিংসা মামলায় ৩০টি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

advt 19

 

spot_img

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...