Thursday, August 28, 2025

প্রযুক্তি শিক্ষার মধ্যে সংস্কৃতির যোগ, এবার ইঞ্জিনিয়ারিং-এ রামায়ণ, মহাভারত পড়াবে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ

Date:

Share post:

এবার ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসে (Engineering Syllabus) রামায়ণ (Ramayana) ও মহাভারত (Mahabharata) যোগ করল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি (BJP) সরকার। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) নেতৃত্বাধীন সরকারের এহেন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপি শাসিত রাজ্যের উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, প্রযুক্তি শিক্ষার মধ্যে সংস্কৃতির যোগ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী মোহন যাদবের (Mohan Yadav)  কথায়, “যারা ভগবান রাম এবং সমসাময়িক বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে চান, তাঁরা এবার থেকে ইঞ্জিনিয়ারিং কোর্সেও সেই সুযোগ পাবেন।” তিনি বলেন, ২০২০ সালে ঘোষিত হওয়া নয়া শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা দফতর। শিক্ষকরা নতুন শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন সিলেবাসটি তৈরি করেছেন। এর মাধ্যমে যদি আমাদের গৌরবময় ইতিহাসকে সকলের সামনে নিয়ে আসা যায় তাতে কোনও দোষ নেই বলেই মত মন্ত্রীর।

আরও পড়ুন-সুখবর! ৭ হাজারের বেশি পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার

তবে, ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়ে রামায়ণ এবং মহাভারতের মতো পৌরাণিক বিষয় যোগ করাকে একেবারেই ভালো চোখে দেখছে না শিক্ষামহল। চৌহানের সরকার এই প্রথমবার বিতর্কে জড়িয়েছেন এমনটা নয়। এর আগেও উচ্চ শিক্ষায় বেদ এবং বাস্তুর মতো বিষয় যোগ করে সমালোচনার মুখে পড়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। এছাড়াও পাঠ্য বই থেকে শেক্সপিয়রকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মধ্যপ্রদেশের সরকার।

তবে একাধিক প্রথমসারির উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানও তাঁদের সিলেবাসে রামায়ণ ও মহাভারতের মতো বিষয় যোগ করার আগ্রহ দেখিয়েছে। এই তালিকায় রয়েছে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।

advt 19

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...