Sunday, November 9, 2025

উত্তরপাড়ার জলপ্রকল্প চালু হবে নভেম্বরেই

Date:

Share post:

১৭৬৩ কোটি টাকা ব্যয়ে হুগলির (Hoogli) উত্তরপাড়ায় তৈরি হচ্ছে জলপ্রকল্প। জেলার মানুষের জলসঙ্কট মেটাতে রাজ্য সরকারের সহায়তায় ২০১৯-এ উত্তরপাড়ার (Uttarpara) কোতরং এলাকায় শুরু হয়েছিল এই বিশাল জল প্রকল্পের কাজ। মাঝে করোনা পরিস্থিতির জন্য কাজ কিছুদিন বন্ধই ছিল। তবে, নভেম্বর মাস থেকে এই প্রকল্পের মাধ্যমে পরীক্ষামূলক ভাবে বাড়ি বাড়ি জল দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন উত্তরপাড়া কোতরং পুরসভার পুরপ্রশাসক দিলীপ যাদব (Dilip Yadav)।

এই জল প্রকল্পের মাধ্যমে উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি, চাপদানি এবং ডানকুনি পুর এলাকায় জল সরবরাহ করা হবে। এছাড়াও পঞ্চায়েত এলাকার মধ্যে কানাইপুর, রঘুনাথপুর, নবগ্রাম, রাজ্যধরপুর, রিষড়া এবং পেয়ারাপুর পঞ্চায়েত এলাকায় এই জল প্রকল্পের জল পৌঁছে যাবে। পুরপ্রশাসক দিলীপ যাদব আরও জানান, জনসংখ্যার বিষয়টি মাথায় রেখে এই জল প্রকল্পের কাজ আরম্ভ হয়েছিল।এই প্রকল্পে প্রতিদিন ২৫ কোটি লিটার জল উৎপাদন হবে। আর এর মাধ্যমে প্রতিদিন প্রায় ২০ লক্ষ মানুষকে জল সরবরাহ করা সম্ভব হবে।

পুরসভা সূত্রে খবর, বছর দুয়েক আগে কেন্দ্রীয় সরকারের একটি বিশেষজ্ঞ সংস্থা শ্রীরামপুর উত্তরপাড়া ব্লককে “ডার্ক জোন” হিসাবে চিহ্নিত করেছিল। এই ব্লকের জলস্তর ক্রমেই নেবে যাচ্ছে। ব্লকের বহুতল আবাসনগুলিতে সাবমার্সেবল পাম্পের সাহায্যে মাটির নীচ থেকে জল তোলার অনুমতি দেওয়ার ক্ষেত্রে পুরসভাগুলিকে সতর্ক করে ওই কেন্দ্রীয় সংস্থা। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে হুগলির পুরসভাগুলি সব ক্ষেত্রে জলের যোগান দিতেও পারছিল না।এরপরই রাজ্যের পুর ও নগরন্নয়ন দফতর গঙ্গার জল পরিশুদ্ধ করে মানুষের বাড়ি বাড়ি সরবরাহের জন্য ১৭৬৩ টাকা ব্যয়ে এই জল প্রকল্পটি শুরু করে। এই বছর ফেব্রুয়ারি মাসেই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে বেশ কিছু সময় কাজ বন্ধ থাকার পর আবার জোরকদমে শুরু হয়েছে প্রকল্পের কাজ। এই জলপ্রকল্পে জল সরবরাহ করার জন্য মোট ৫৪ টি জলাধার তৈরি করা হয়েছে। আর জল পরিশুদ্ধ করার জন্য ক্লোরিন প্লান্ট তৈরির কাজও শেষ। তাই নভেম্বর মাস থেকেই হুগলি জেলার একটি বিশাল অংশের জলসঙ্কট মিটবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন- কলকাতায় এসে নিজের পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন সোনার ছেলে নীরজ চোপড়া

advt 19

 

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...