Saturday, November 15, 2025

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফার পর অভিষেককে চিঠি যা জানালেন অর্পিতা

Date:

Share post:

রাজ্যসভার (Rajyasabha) সাংসদ (MP) পদ থেকে আচমকা ইস্তফা (Resign) দিয়েছেন তৃণমূলের (TMC) অর্পিতা ঘোষ (Arpita Ghosh)। তাঁর ইস্তফাপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু (Venkaiya Naidu)। যদিও সাংসদ হিসেবে অর্পিতার মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু তার প্রায় ৫ বছর আগেই হঠাৎ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অর্পিতা ঘোষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abishek Banerjee)  ইতিমধ্যেই চিঠি লিখে ইস্তফার কারণ ব্যাখ্যা করেছেন।
অভিষেককে লেখা চিঠিতে অর্পিতা জানিয়েছেন, ”বিধানসভা ভোটে দলের অভূতপূর্ব ফলাফলের পর থেকেই ভাবছিলাম, আরও কীভাবে ভালো করে সংগঠনের কাজ করা যায়। আমায় যদি বাংলায় দলের কাজ করার সুযোগ দেওয়া হয়, সাংসদ পদে না থেকে সেই কাজ করতে আমি বেশি আগ্রহী। আমার লক্ষ্য স্পষ্ট। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আমি বাংলার কাজ করতে চাই। আমার মনে হয়, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বাংলায় এসে কাজ করতে পারলেই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারব।”
পেশায় নাট্যকর্মী হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনৈতিক জীবনে পা রাখার পর দল তাঁকে অনেক কিছু দিয়েছে। সেজন্য কৃতজ্ঞতাও স্বীকার করেছেন অর্পিতা ঘোষ। তাঁর কথায়, ”তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে অনেক কাজ করার সুযোগ পেয়েছি। উপভোগও করেছি। লোকসভার সাংসদ থেকে শুরু করে জেলা সভাপতি, রাজ্যসভার সাংসদ পদ, দল আমাকে অনেক দায়িত্ব দিয়েছে। সেজন্য দলের কাছে আমি কৃতজ্ঞ।”
তবে হঠাৎ অর্পিতার এমন সিদ্ধান্ত কেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একটি অসমর্থিত সূত্র বলছে, দলের নির্দেশেই সাংসদ পদ ছাড়লেন নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। সাংগঠনিক কাজেই তাঁকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। ২০২৪ লোকসভাকে পাখির চোখ করে অর্পিতা ঘোষের পরিবর্তে সর্বভারতীয়স্তরের কোনও নেতাকে পাঠানো হতে পারে রাজ্যসভায়। সেদিকেও এখন নজর রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বালুরঘাট থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন অর্পিতা ঘোষ। যদিও ২০১৯-এর ভোটে বালুরঘাট আসনটি চলে যায় বিজেপির দখলে। হেরে যান অর্পিতা ঘোষ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের সাংসদ হন অর্পিতা। তাঁকে রাজ্যসভায় পাঠান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা ভোটকে পাখির চোখ করে এগিয়ে চলা তৃণমূলের জন্য অর্পিতার এই ইস্তফা নতুন স্ট্রাটেজি বলেই মনে করছে রাজনৈতিক মহল।

advt 19

spot_img

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...