Thursday, August 21, 2025

রাহুলের সঙ্গে সাক্ষাত, কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া

Date:

Share post:

এবার কি তবে বাম ছেড়ে কংগ্রেসের হাত ধরতে চলেছেন জেএনইউ প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার? গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে চলছিল এই কানাঘুষো। এরই মাঝে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেস যোগের সম্ভাবনা আরও বাড়িয়ে তুললেন কানহাইয়া কুমার। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই সিপিআই ছেড়ে কংগ্রেসের তিরঙ্গা ধরবেন তরুণ নেতা। শুধু তাই নয়, শোনা যাচ্ছে কানহাইয়ার কংগ্রেস যোগের নেপথ্যে রয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।

সিপিআইয়ের কেন্দ্রীয় কমিটি সদস্য কানহাইয়া কুমারের(Kanhaiya Kumar) সঙ্গে সম্প্রতি দলীয় নেতৃত্বের দূরত্ব বাড়ছিল। কিছুদিন আগে তাঁর ‘উদ্ধত’ আচরণের জন্য দল তাঁকে সতর্কও করে। কানহাইয়ার কাজে যে শীর্ষ নেতৃত্ব মোটেই খুশি নয় তা শোনা যাচ্ছিল বাম শিবির থেকেই। এই পরিস্থিতিতে সম্প্রতি প্রশান্ত কিশোরের(Prashant Kishor) সৌজন্যে কংগ্রেসের সঙ্গে কথা শুরু হয় কানহাইয়ার। ঘনিষ্ঠ মহলের দাবি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপিকে(BJP) হারাতে কংগ্রেসের(Congress) বিকল্প নেই। আর ঠিক সেই কারণেই কংগ্রেসে যোগ দিতে পারেন তরুণ যুব নেতা। রাহুলের সঙ্গে সাক্ষাতের পর এই যোগদানের বিষয়টি এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনে কানহাইয়াকে তারকা প্রচারক হিসেবে ব্যবহার করবে কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন:ত্রিপুরার CPM সম্পাদক গৌতম দাস প্রয়াত কলকাতায়, হাসপাতালে গেলেন কুণাল

কানহাইয়া একা নন, গুজরাটের দলিতে নেতা জিগনেশ মেবানিও (Jignesh Mebani) নাকি এবার সরকারিভাবে কংগ্রেসে যোগ দিতে পারেন। গুজরাটের গত বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে বিধায়ক নির্বাচিত হন জিগনেশ। সেসময় কংগ্রেস তাঁকে সমর্থন করেছিল। এবার সরাসরিই দলে যোগ দিতে চলেছেন তিনি। তাঁর সঙ্গেও নাকি কংগ্রেস নেতৃত্বের কথাবার্তা পাকা।

advt 19

 

spot_img

Related articles

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...