Monday, November 10, 2025

রাহুলের সঙ্গে সাক্ষাত, কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া

Date:

Share post:

এবার কি তবে বাম ছেড়ে কংগ্রেসের হাত ধরতে চলেছেন জেএনইউ প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার? গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে চলছিল এই কানাঘুষো। এরই মাঝে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেস যোগের সম্ভাবনা আরও বাড়িয়ে তুললেন কানহাইয়া কুমার। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই সিপিআই ছেড়ে কংগ্রেসের তিরঙ্গা ধরবেন তরুণ নেতা। শুধু তাই নয়, শোনা যাচ্ছে কানহাইয়ার কংগ্রেস যোগের নেপথ্যে রয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।

সিপিআইয়ের কেন্দ্রীয় কমিটি সদস্য কানহাইয়া কুমারের(Kanhaiya Kumar) সঙ্গে সম্প্রতি দলীয় নেতৃত্বের দূরত্ব বাড়ছিল। কিছুদিন আগে তাঁর ‘উদ্ধত’ আচরণের জন্য দল তাঁকে সতর্কও করে। কানহাইয়ার কাজে যে শীর্ষ নেতৃত্ব মোটেই খুশি নয় তা শোনা যাচ্ছিল বাম শিবির থেকেই। এই পরিস্থিতিতে সম্প্রতি প্রশান্ত কিশোরের(Prashant Kishor) সৌজন্যে কংগ্রেসের সঙ্গে কথা শুরু হয় কানহাইয়ার। ঘনিষ্ঠ মহলের দাবি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপিকে(BJP) হারাতে কংগ্রেসের(Congress) বিকল্প নেই। আর ঠিক সেই কারণেই কংগ্রেসে যোগ দিতে পারেন তরুণ যুব নেতা। রাহুলের সঙ্গে সাক্ষাতের পর এই যোগদানের বিষয়টি এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনে কানহাইয়াকে তারকা প্রচারক হিসেবে ব্যবহার করবে কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন:ত্রিপুরার CPM সম্পাদক গৌতম দাস প্রয়াত কলকাতায়, হাসপাতালে গেলেন কুণাল

কানহাইয়া একা নন, গুজরাটের দলিতে নেতা জিগনেশ মেবানিও (Jignesh Mebani) নাকি এবার সরকারিভাবে কংগ্রেসে যোগ দিতে পারেন। গুজরাটের গত বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে বিধায়ক নির্বাচিত হন জিগনেশ। সেসময় কংগ্রেস তাঁকে সমর্থন করেছিল। এবার সরাসরিই দলে যোগ দিতে চলেছেন তিনি। তাঁর সঙ্গেও নাকি কংগ্রেস নেতৃত্বের কথাবার্তা পাকা।

advt 19

 

spot_img

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...