তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক পদে অর্পিতা ঘোষ

তিনি চেয়েছিলেন রাজ্যে থেকে সংগঠনের কাজ করতে। সেই মতই তাঁকে রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক পদে নিয়োগ করল দল। শুক্রবার, অর্পিতা ঘোষকে (Arpita Ghosh) চিঠি পাঠিয়ে একথা জানান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। বুধবার রাতে আচমকাই অর্পিতা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন: মোদিকে হটাতে মমতাই বিকল্প মুখ: বলছে তৃণমূল

যদিও সংবাদ মাধ্যমে অর্পিতা জানানর এটা কোনও হঠকারী সিদ্ধান্ত নয়। দীর্ঘদিন ধরেই তিনি এ বিষয়ে ভাবনাচিন্তা করছিলেন। দলকে দেওয়া তাঁর চিঠিতে অর্পিতা ঘোষ লেখেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের তৃতীয়বারের বিপুল জয় উচ্ছ্বসিত। তবে দিল্লিতে নয়, তিনি রাজ্যে থেকে সংগঠনের কাজ করতে চান। পাশাপাশি নাটকেও সময় দিতে চান অর্পিতা। এর একদিনের মধ্যেই তৃণমূলের তরফে শুক্রবার, তাঁকে জেনারেল সেক্রেটারি অর্থাৎ রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হল।

advt 19