Wednesday, December 24, 2025

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। ইস্তফা দিয়ে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানালেন, রাজনীতিতে সবকিছু দ্রুত বদল হয়। সামনে অনেক রাস্তা খোলা রয়েছে। শনিবার বিকেলে তিনি তাঁর ইস্তফাপত্র জমা দেন রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের কাছে।

এদিন রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাজভবন থেকে বেরিয়ে অমরিন্দর কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “কংগ্রেস প্রেসিডেন্টকে আজ জানিয়ে দিয়েছিলাম, আজই পদত্যাগ করব। কংগ্রেস নেতারা মনে করেন আমার রাজ্য চালানোর ক্ষমতা নেই। এটা খুবই অপমানজনক। ওরা যাকে পছন্দ করেন তাঁকেই মুখ্যমন্ত্রী করুক। এনিয়ে গত ২ মাসে তিনবার কংগ্রেস বিধায়কদের দিল্লিতে ডেকে বৈঠক হল। আমার মনে হয়েছে, আমার যোগ্যতার উপরে হাইকমান্ডের সন্দেহ রয়েছে। তাই খুবই অপমানিত বোধ করেছি।”

আরও পড়ুন-পদ্ম ছেড়ে জোড়া ফুলে বাবুল: রাজনৈতিক তরজা তুঙ্গে

কয়েকমাসের মধ্যেই পাঞ্জাবে বিধানসভার নির্বাচন। তার মধ্যেই অমরিন্দ সিংয়ের পদত্যাগ পাঞ্জাব কংগ্রেসকে ভেঙে দেবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এদিকে, মুখ্যমন্ত্রীর পদ থেকে অমরিন্দরের পদত্যাগের পর কে বসবেন মসনদে তা নিয়ে আপাতত ৩টি নাম উঠে আসছে। সুনীল জাখর, প্রতাপ সিং বাজওয়া ও রভনীত সিং বিট্টু।

উল্লেখ্য, শনিবার কংগ্রেস লেজিসলেটিভ পার্টির মিটিংয়ের আগেই হাইকমান্ড অমরিন্দর সিংকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। আর তারপরেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সড়ে দাঁড়ালেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

advt 19

 

spot_img

Related articles

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...