Wednesday, November 12, 2025

বাবুলকে ব্যক্তি আক্রমণের জন্য ক্ষমা চাইলেন জিতেন্দ্র তিওয়ারি, কেন জানেন?

Date:

Share post:

বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদানের পরই তাঁকে তীব্র আক্রমণ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি । বাবুলকে ‘প্ল্যাটফর্ম সিঙ্গার’ রানু মণ্ডলের (Ranu Mondal) সঙ্গে তুলনা করেছিলেন আসানসোলের এই বিজেপি নেতা। মঙ্গলবারই নিজের ভুল স্বীকার করলেন তিনি। ফেসবুক পোস্ট করে বাবুলের কাছে ক্ষমা চাইলেন জিতেন্দ্র। আর কখনও বাবুলকে ব্যক্তিগত আক্রমণ করবেন না বলেও জানিয়েছেন তিনি।ফেসবুক পোস্টে জিতেন্দ্র তিওয়ারি লেখেন, ‘আমি খুবই দুঃখিত। আমার মন্তব্য বাবুল সুপ্রিয়কে আঘাত করেছে। ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কেবল রাজনৈতিকভাবেই লড়াই করব।’

এই পোস্টের মাধ্যমে তিনি যে কার্যত নিজের ভুল স্বীকার করে নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। যদিও কারও কারও মতে, বাবুলকে না চটিয়ে আদতে জিতেন্দ্র ভবিষ্যতে তৃণমূলে তাঁর ঘরওয়াপসির পথই প্রশস্ত করে রাখতে চাইছেন।

আরও পড়ুন- পেট্রোলিয়াম মন্ত্রীকে নিয়ে ভবানীপুরে প্রচার বিজেপি প্রার্থীর, কটাক্ষ তৃণমূল কাউন্সিলরের

ঘটনার সূত্রপাত সোমবার জিতেন্দ্র তিওয়ারির এক মন্তব্যকে ঘিরে।ওইদিন তিনি বলেন, ‘বাবুল সুপ্রিয় যেমন গান করেন, রানু মণ্ডলও তো গান করেন। তাঁর (বাবুল) গান যেমন ভালো লাগে, তেমন রানু মণ্ডলেরও গান ভালো লাগে সবার।’ বাবুল তৃণমূলে যোগ দেওয়ার পর স্বভাবতই তাঁর সঙ্গে রাজনৈতিক বৈরিতা এসেছে জিতেন্দ্রর। যদিও এই বৈরিতা নতুন নয়। এর আগেও তৃণমূল ছেড়ে বিজেপি-তে আসার সময় জিতেন্দ্রকে দলে নেওয়ার বিষয়ে মত ছিল না বাবুলের। আর এবার বাবুলের দলবদলে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না জিতেন্দ্র। শিল্পী হিসাবে বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত কোনও ইমেজ নেই বলেও তোপ দাগেন তিনি।

গত বিধানসভা নির্বাচনে বাবুল সুপ্রিয়র পরাজয়ের উল্লেখ করে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘যে কারণে তাঁর (বাবুল সুপ্রিয়) খ্যাতি, গান করেন আর্টিস্ট, সেই আর্টিস্টদের জায়গা টালিগঞ্জে তো অরূপদার কাছে ৫৪ হাজার ভোটে হেরেছিলেন।’

একইসঙ্গে আসানসোলে দলের ক্যারিশমার জন্যই বাবুল সুপ্রিয় সাংসদ হয়েছেন দাবি জানিয়ে প্রাক্তন মেয়রের দাবি, ‘এখানে উনি যতবার জিতেছেন মোদিজির মুখ এবং বিজেপির সাংগঠনিক ক্ষমতার জন্য। তাঁর ব্যক্তিগত কোনও ইমেজ নেই। ব্যক্তিগত ইমেজ থাকলে ৫৪ হাজার ভোটে হারত না।’

 

advt 19

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...