Sunday, August 24, 2025

তৃণমূল গেট খুলে দিলে বিজেপি উঠে যাবে: সামশেরগঞ্জের প্রচারসভা থেকে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের দুটি কেন্দ্র – সামশেরগঞ্জ, জঙ্গিপুরে বিধানসভা ভোট। দলীয় প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার সভা করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই বিজেপিকে (Bjp) তীব্র কটাক্ষ করলেন তিনি। বললেন, বিজেপি থেকে যত নেতা-কর্মী তাঁদের দলে আসতে চাইছে, তাতে তৃণমূল গেট খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে। “কিন্তু আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থায় সব দলই থাক।” মুর্শিদাবাদে দাঁড়িয়ে কংগ্রেসকেও তুলোধনা করেন তৃণমূল সাংসদ।

মুর্শিদাবেদের দুই কেন্দ্রের প্রার্থীদের মৃত্যুতে রাজ্যের বাকি বিধানসভা আসনগুলির সঙ্গে ভোট হতে পারেনি সেখানে। নির্বাচন কমিশনের নির্দেশে ৩০ সেপ্টেম্বর এই দুই জায়গায় ভোটগ্রহণ। তার প্রচারেরই এদিন মুর্শিদাবাদে অভিষেক। সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিনুল ইসলামের (Aminul Islam) হয়ে প্রচারের শুরুতেই বাম-কংগ্রেস-বিজেপিকে এক তিরে বেঁধেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নাম না করে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকেও আক্রমণ শানান তিনি। বলেন, ২১১ আসন পেয়ে জয়ী হয়েছে তৃণমূল। তবে, মুর্শিদাবাদের দুটি আসনও জিততে হবে।

আরও পড়ুন:আদালতে মিথ্যে তথ্য, ত্রিপুরা হাইকোর্টে ভর্ৎসিত বিপ্লব দেব সরকার

কংগ্রেসকে এদিন তুলোধনা করেন অভিষেক। তিনি বলেন, কংগ্রেস বিজেপির কাছে হারছে আর তৃণমূল হারাচ্ছে, এটাই পার্থক্য। কেন্দ্রের জনবিরোধী প্রকল্প নিয়ে সংসদের কোনও বিরোধিতা করেন না কংগ্রেস- অভিযোগ অভিষেকের। একই সঙ্গে তিনি বলেন, বিজেপিকে সুবিধা করতেই সিপিএমের সঙ্গে আঁতাত করেছে কংগ্রেস। কোভিড বিধি মেনে এই সভাতেও স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

advt 19

 

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...