‘ডার্বির কথা শুনেছি, মুখিয়ে রয়েছি লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামতে’ বললেন লাল-হলুদের নতুন বিদেশী

ছয় বিদেশী চুড়ান্ত করে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। বৃহস্পতিবারই ষষ্ঠ বিদেশী হিসাবে এক বছরের চুক্তিতে ক্রোয়েশীয় ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচকে( Antonio Perosevic) সই করিয়েছে লাল-হলুদ ম‍্যানেজমেন্ট। ইস্টবেঙ্গলে যোগ দিতেই নিজের মনের কথা জানালেন ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড।

এদিন এসসি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায়  দেওয়া সাক্ষাৎকারে পেরোসেভিচ বলেন, “ভারত একটি অসাধারণ দেশ, এবং আমি অনেক শুনেছি এখানকার মানুষ ফুটবলের প্রতি কতটা আবেগপ্রবণ। বিশেষ করে, এসসি ইস্টবেঙ্গল আর তাদের সমর্থকদের বিষয়ে প্রচুর কথা শুনেছি। আমি ওদের বিষয়ে পড়েছি এবং আমি অপেক্ষা করতে পারছি না লাল-হলুদ জার্সি পড়ার জন্য। আমি এটিকে মোহনবাগানের বিরুদ্ধে বড় ম্যাচের কথাও শুনেছি। আর এতে একজন খেলোয়াড় আরও বেশি অনুপ্রাণিত হয়। আমি দলকে সাহায্য করার চেষ্টা করব যাতে দলের স্পিরিটটা বজায় থাকে। আমি জানি এই ক্লাবের সাথে ইতিহাস কতটা জড়িয়ে আছে, এবং আমি ইস্টবেঙ্গলের ঐতিহ্যকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করব।”

আরও পড়ুন:ষষ্ঠ বিদেশী হিসাবে ক্রোয়েশিয়ার আন্তোনিও পেরোসেভিচকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

 

Previous articleতৃণমূল গেট খুলে দিলে বিজেপি উঠে যাবে: সামশেরগঞ্জের প্রচারসভা থেকে তীব্র কটাক্ষ অভিষেকের
Next article২০২৪-এ খেলা হবে দিল্লিতে: জঙ্গিপুরে ভোট প্রচারে গিয়ে বার্তা অভিষেকের