মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যেমন কথা তেমন কাজ। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব রূপায়ণে তাঁর জুড়ি মেলাভার। এবার “ঐক্যশ্রী” (Oikyoshree) প্রকল্পে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। সম্প্রতি, দুয়ারে সরকার (Duyare Sarkar) এই প্রকল্পের জন্য জমা পড়েছিল প্রায় ১২ লক্ষ আবেদন। তার মধ্যে ৫০ শতাংশেরও বেশি, অর্থাৎ ৬ লক্ষ ১৪ হাজার ২০৯ জনের ফর্ম মঞ্জুর করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হল।
আরও পড়ুন:বালি ব্রিজে ধস, কপাল জোরে রক্ষা
রাজ্য সরকারের সংখ্যালঘু (Minority) দফতর পড়ুয়াদের অ্যাকাউন্টে আবেদন অনুযায়ী টাকা পৌঁছে দেবে। দফতর সূত্রে খবর, প্রথম ধাপে এই সংখ্যক ছাত্রছাত্রীর আবেদন গ্রহণ করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে চলেছে। কিছুদিনের মধ্যে বাকিদেরও এই প্রক্রিয়া শুরু হবে।
