Tuesday, August 26, 2025

ভবানীপুরের বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ! পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নালিশ কমিশনে

Date:

Share post:

দলীয় কর্মসূচিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে (Priyanka Tibrewal)। এই অভিযোগে ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি (BJP)। সেই সঙ্গে মহিলা প্রার্থীকে ওই পুলিশ আধিকারিক হাত ধরে টানছেন বলে একটি ছবিও প্রকাশ করেছে বিজেপি। চিঠিতে ওই অফিসারকে নির্বাচনের দায়িত্ব থেকে দ্রুত সরিয়ে দেওয়ার দাবি করেছে বিজেপি।

বৃহস্পতিবার প্রয়াত বিজেপি নেতা মানস সাহার শেষযাত্রায় সামিল হয়েছিলেন পদ্ম শিবিরের এক ঝাঁক নেতানেত্রী। দলের রাজ্য সভাপতি সুকান্তের নেতৃত্বে সেই মিছিলে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রেওয়াল ছাড়াও ছিলেন সাংসদ অর্জুন সিংহ ও জ্যোতির্ময় সিংহ মাহাতো। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ১৪৪ ধারা জারি থাকায় তাঁদের মিছিল আটকায় পুলিশ। এমনকি রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি নেতাদের। ওই ঘটনায় ডিসি সাউথের নেতৃত্বে পুলিশ কর্মীরা বিজেপি প্রার্থীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ বিজেপি-র। পাশাপাশি এই মর্মে একটি ছবিও প্রকাশ করেছে বিজেপি। এই অভিযোগ তুলেই শুক্রবার তারা ডিসি সাউথের বিরুদ্ধে কমিশনে নালিশ করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে ইমেল মারফত একটি চিঠি পাঠিয়েছে বিজেপি। চিঠিতে ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে নির্বাচনী সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ও দ্রুত বরখাস্তের দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুন- বাড়ির সামনে পচা কুকুর ফেলে আসবো! ডেড বডি কাণ্ডে বিজেপিকে হুঁশিয়ারি মমতার advt 19

 

 

spot_img

Related articles

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...