Wednesday, January 14, 2026

Happy Birthday Stunt: গেরুয়া রাজ্যে টিকাকরণের নথি তুলে মোদিকে তোপ ডেরেকের

Date:

Share post:

১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে টিকাকরণের রেকর্ড গড়েছে ভারত। তবে জন্মদিন পার হতেই টিকাকরণ ফিরে এসেছে তার অতীতের মন্থর গতিতে। শনিবার তথ্য তুলে ধরে সেটাই প্রকাশ্যে আনলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এই তথ্য প্রকাশ্যে আসার পর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কীভাবে ‘হ্যাপি বার্থডে স্টান্ট’ নিয়েছিল বিজেপি শাসিত রাজ্যগুলি।

ডেরেকের প্রকাশিত টুইটে বিজেপি শাসিত ৫ রাজ্যের টিকাকরণের খতিয়ান তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কর্নাটকের মত রাজ্যে ১৭ সেপ্টেম্বরের আগের ৭ দিনে গড়ে টিকাকরণ হয়েছিল মাত্র ২ লক্ষ। অথচ ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন উপলক্ষে একদিনে এখানে টিকাকরণ হয়েছে ৩১.৭ লক্ষ। তবে ওইটুকুই জন্মদিন শেষ হওয়ার পর টিকাকরণ চলে গিয়েছে তার অতীতের গতিতে। ১৮ সেপ্টেম্বর থেকে ৭ দিনে এই রাজ্যে গড় টিকাকরণের হার মাত্র ৩.৮ লক্ষ। এই ধারা লক্ষ্য করা গিয়েছে গোবলয়ের মধ্যে পড়া বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলিতে। তথ্য তুলে ধরে মোদি সরকারকে তোপ দেগে টুইটারে ডেরেক ও’ব্রায়েন লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বাস্থ্যমন্ত্রী দেশের অন্যান্য মন্ত্রী ও সাংসদরা আপনারা বলুন, ‘হ্যাপি বার্থডে স্টান্টের’ যে তথ্য এখানে তুলে ধরা হলো তা ভুল। তাহলে আমি টুইটটা ডিলিট করে দিই।”

যদিও একদিনের এই স্টান্টে রাজ্যগুলির নম্বর বাড়লেও টিকাকরণের বিভ্রান্তি ও চরম অব্যবস্থাপনাও প্রকাশ্যে চলে এসেছে সম্প্রতি। মধ্যপ্রদেশে টার্গেট পূরণের চক্করে পড়ে বেলাগাম ভাবে ভুল টিকাকরণের অভিযোগ উঠেছে। বহু মানুষ অভিযোগ তুলেছেন তাদের টিকা হয়নি অথচ টিকার সার্টিফিকেট পেয়ে গিয়েছেন তারা। কোথাও আবার মৃত ব্যক্তির নামে মোবাইলে ঢুকেছে টিকাকরণের মেসেজ। বহু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে মধ্যপ্রদেশের বিভ্রান্তিকর এই টিকাকরণের তথ্য। এই পরিস্থিতিতে একদিনের এই স্টান্টকে তোপ দাগলেন ডেরেক।

advt 19

 

spot_img

Related articles

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...