ভবানীপুর উপনির্বাচনের আগে শেষ রবিবার প্রচারে ঝড় তুলতে চলেছেন দলনেত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল একই মঞ্চে যৌথ নির্বাচনী সভা করবেন তাঁরা। আর দলের সুপ্রিমো ও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতো দু’জন হেভিওয়েটের সভা ঘিরে কার্যত টগবগ করে ফুটছে ঘাসফুল শিবির। প্রকৃত অর্থে তৃণমূলের সকল স্তরের নেতা-কর্মী-সমর্থকদের জন্য আগামিকাল “সুপার সানডে”! ভবানীপুরের পদ্মপুকুরে এই হাইভোল্টেজ সভার প্রস্তুতি তুঙ্গে। বৃষ্টি হলে যাতে মমতা-অভিষেকের সভায় বিঘ্ন না ঘটে, তার জন্য সতর্ক দলীয় কর্মীরা।

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, রবিবার ৭০ নং ওয়ার্ড-এর পদ্মপুকুর এলাকার গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডের প্রচারসভা কথা ছিলই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখানকার স্থানীয় বাসিন্দা ও ভোটারদের সঙ্গে জনসংযোগ, দলীয় কর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করার কথা ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এখন জানা যাচ্ছে, অভিষেকের সঙ্গে ওই সভায় থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই সভা করে নিজের বাসভবনের অদূরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে সভা করবেন তৃণমূল নেত্রী। এবং সেখান থেকেই আনুষ্ঠানিক ভাবে ভবানীপুর উপনির্বাচনের জন্য নিজের প্রচার পর্ব আনুষ্ঠানিক ভাবে শেষ করবেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- অসমে নৃশংসতা দেখতে পায় না মানবাধিকার কমিশন: প্রচারমঞ্চ থেকে তোপ দাগলেন মমতা
