২০২২ সালে একটি টেস্ট ম্যাচ ( Test match) খেলতে পারে ভারত-ইংল্যান্ড( india-england)। শনিবার এমনটাই জানাচ্ছে এক সর্বভারতীয় সংবাদসংস্থা। তবে ২০২২ সালে টেস্ট ম্যাচ, চলতি বছরে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের মধ্যে ধরা হবে, নাকি আলাদা ভাবে ধরা এই ম্যাচ, সেই বিষয়ে এখনও কিছু জানান হয়নি।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টটি বাতিল করে দেওয়া হয়। সেই সময় ভারতীয় দলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় ম্যাঞ্চেস্টার টেস্টে খেলতে নামেনি ভারত। পাঁচ ম্যাচের সিরিজে চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বিরাট কোহলির দল। সেই সিরিজের কি হবে তা এখনও স্পষ্ট নয়। ২০২২ সালে ইংল্যান্ডে সাদা বলের সিরিজ খেলতে যাওয়ার কথা ভারতের। সেই সময়ই এই একটি টেস্ট খেলা হতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন:ইস্টবেঙ্গলে ক্রীড়াবিজ্ঞানের প্রধান হিসেবে যুক্ত হলেন জোসেফ রোনাল্ড ডি’এঞ্জেলাস
