Wednesday, August 27, 2025

ত্রিপুরায় আইনের শাসন নেই: বিপ্লব দেব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের

Date:

Share post:

ত্রিপুরায় আইনের শাসন নেই। এটা কোন বিরোধীদলের নেতার কথা নয় বলছেন খোদ সে রাজ্যের বিজেপির বিধায়ক। তাঁর কথায়, আইনের শাসন থাকলে অপরাধ প্রবণতা কমে। কিন্তু ত্রিপুরায় গত কয়েক বছরে সে প্রবণতা একেবারেই কমেনি। কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Dev) নিজের প্রভাব খাটিয়ে অপরাধের খতিয়ান নথিভুক্ত করছেন না। বিস্ফোরক অভিযোগ ত্রিপুরার বিজেপি (Bjp) বিধায়ক আশিস দাসের (Ashis Das)। একইসঙ্গে তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) ত্রিপুরা গিয়ে আক্রান্ত হওয়ারও নিন্দা করেন তিনি।

ত্রিপুরায় শাসকদলের বিধায়ক আশিস দাস বলেন, যেভাবে গণতন্ত্রকে ধুলিস্যাৎ করে বিপ্লব দেব নিজে পুলিশকে (Police) নিয়ন্ত্রণ করার কথা বলেছেন তাতে দেশের সামনে ত্রিপুরার মানুষ হেয় হয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনি বলছেন, আদালত অবমাননার কারণে ত্রিপুরায় কারও শাস্তি হয় না। কারণ সেখানে পুলিশ সেই অবমাননার অভিযোগ নথিভুক্ত করে না। এই প্রেক্ষিতে বিপ্লব দেবের বিরুদ্ধেই আদালত অবমানার মামলা করার ইঙ্গিত দেন বিজেপি বিধায়ক।

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বারবার হামলা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন আশিস দাস। তিনি বলেন, বিপ্লব মুখে বলছেন “অতিথি দেব ভব”। অথচ কলকাতা থেকে একজন রাজনৈতিক নেতা মন্দিরে পুজো দিতে এলে তাঁর ওপর হামলা করা হচ্ছে। এতে ত্রিপুরার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মত এই বিজেপি বিধায়কের। তাঁর মতে, বাংলার সঙ্গে ত্রিপুরার নাড়ির টান।

তাঁর এই মন্তব্য এরপর এই যে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হবে, তা জেনে আগেভাগেই আশিস দাস মন্তব্য করেন, তিনি দল ছাড়ছেন কি না বা বিরোধিতা করছেন কি না সে নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু বিজেপি বিধায়ক স্পষ্ট করেছেন, তাঁর অভিযোগ বিপ্লব দেবের এই মন্তব্যের বিরুদ্ধে। একই সঙ্গে সংবাদমাধ্যমের উপর আক্রমণের তীব্র নিন্দা করেন আশিস দাস। তিনি বলেন, বিপ্লব দেব সরকারের আমলে যেভাবে সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছে এর আগে ত্রিপুরায় কখন হয়নি। এখন আশিস দাসের এই বিস্ফোরক মন্তব্য প্রমাণ করছে বিজেপির অন্দরেই বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে, এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি আশিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কি না এখন সেটাই দেখার।

আরও পড়ুন- সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস না দলবদল? প্রণব-কন্যার টুইটে তুঙ্গে জল্পনা

advt 19

 

 

spot_img

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...