Monday, August 25, 2025

সম্প্রীতির নজির! মন্দির বাঁচাতে আদালতের দ্বারস্থ মুসলিমরা

Date:

Share post:

মন্দির বাঁচাতে আদালতে গিয়ে ভারতীয় সম্প্রীতির নজির দেখালেন দিল্লির মুসলিমরা। দিল্লির জামিয়া নগরের নুর নগর এলাকায় একটি মন্দির অবৈধভাবে ভেঙে ফেলার পরিকল্পনা বানচাল করে দিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানালেন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা। মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে এক আবেদনে হাইকোর্টকে জানানো হয়, এলাকার কিছু অসাধু প্রোমোটার ওই মন্দির ভেঙে বহুতল গড়ে তুলতে চায়। ওই প্রোমোটাদের সঙ্গে যোগ দিয়েছে কিছু স্থানীয় দুষ্কৃতী। কিন্তু তাঁরা চান না, কোনোভাবেই ওই মন্দিরটি ভেঙে ফেলা হোক।

ওই আবেদনে আরও বলা হয়েছে, মন্দিরটি ভেঙে ফেলার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি মূর্তি সরিয়ে ফেলা হয়েছে। এমনকী, মন্দির চত্বরে থাকা একটি ধর্মশালা খুব দ্রুত ভেঙে ফেলা হয়েছে। দীর্ঘ ৫০ বছর আগে মন্দিরটি তৈরি হয়েছিল। সেখানে প্রতিদিনই পুজোপাঠ হয়ে থাকে। মন্দিরটি যাতে অসাধু প্রমোটাররা কোনওভাবেই ভাঙতে না পারে সে বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত।

আরও পড়ুন- দিল্লির দাঙ্গা ছিল পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্র, পর্যবেক্ষণ হাইকোর্টের

শুধু তাই নয় ওই আবেদনে বলা হয়েছে, মন্দির ভাঙাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনওভাবেই অশান্তি না ছড়ায় সে বিষয়টিও যেন সুনিশ্চিত করে আদালত। ওই আবেদনের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব সচদেবের নেতৃত্বাধীন বেঞ্চ ইতিমধ্যেই দিল্লি পুলিশকে এক নির্দেশ জানিয়েছে, কোনওভাবেই যাতে ওই মন্দিরের গায়ে একটি আঁচড়ও না লাগে তা দেখবে পুলিশ। পাশাপাশি এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়েও পুলিশকে যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে। জামিয়ানগর এলাকার এই ঘটনা গোটা দেশের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন বলে সকলেই মনে করছেন। advt 19

 

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...