Sunday, November 9, 2025

ভবানীপুরে বুথ জ্যামের অভিযোগ বিজেপির, ‘মানুষের মন দখল করেছি’, পাল্টা ফিরহাদ

Date:

Share post:

হাইভোল্টেজ ভবানীপুর(Bhawanipur) কেন্দ্রে সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণপর্ব। নিরাপত্তার দিকে নজর রেখে এই কেন্দ্রে জারি রয়েছে ১৪৪ ধারা। তবে তা অমান্য করে শাসকদলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ আনল বিজেপি। পাল্টা বিজেপি(BJP) তোলা এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে তৃণমূলের(TMC) তরফে জানানো হয়েছে আমরা মানুষের মন দখল করেছি। হার নিশ্চিত বুঝে অকারণ অভিযোগ তোলা হচ্ছে বিরোধীদের তরফে।

বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় ভবানীপুর কেন্দ্রে বিজেপির ভোট পর্যবেক্ষক অর্জুন সিং অভিযোগ তোলেন, “কিছু কিছু জায়গায় বুথ জ্যাম করা হচ্ছে কোথাও আবার এজেন্ট বসতে দেওয়া হয়নি আমাদের। কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে কিছুটা সুরাহাও হয়েছে।” পাশাপাশি তারা অভিযোগ, “পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। ১৪৪ ধারা জারি থাকলেও কোন জায়গাতেই তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না। কমিশনকে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

আরও পড়ুন:ভবানীপুরে ভোটাধিকার প্রয়োগ করলেন নবতিপর বৃদ্ধা

পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন, “নির্বাচন শুরু হওয়ার পর বেশ কিছু জায়গায় মেশিন খারাপ হয়ে যায়। কমিশনের লোকজন এসে তা ঠিক করে। এইজন্য ভোটারদের লাইন পড়ে যায়। যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল। লাইন পড়েছে, মানুষ আস্তে আস্তে ভোট দিচ্ছে। সেন্ট্রাল ফোর্স আছে, মাইক্রো অবজারভার আছে, সিসিটিভি আছে, বুথ জ্যাম হওয়ার কোনও সম্ভাবনা নেই। আমরা বুথ দখল করতে যাব কেন মানুষের মনটাই দখল করে নিয়েছি। ওরা জানে হেরে যাবে তাই এইসব বড় বড় কথা বলছে।”

অন্যদিকে, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও সমস্ত দোকানপাট খোলা বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। এই নিয়েই পুলিশকে সরাসরি প্রশ্ন করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তারপর রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।

advt 19

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...