একদিকে নভজোৎ সিং সিধুর(Navjot Singh Sidhu) পাঞ্জাব(Punjab) কংগ্রেস সভাপতির(Congress President) পদ থেকে হঠাৎ ইস্তফা অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ পাঞ্জাব কংগ্রেসের বেহাল অবস্থাটা স্পষ্ট ভাবে তুলে ধরেছিল। যদিও সময়ের সঙ্গে সঙ্গে পাঞ্জাব কংগ্রেসের অস্থিরতা কিছুটা থিতু হতে চলেছে বলেই আভাস পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর তিনটের সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্ সিং চান্নির সঙ্গে বৈঠক করেন সিধু। এরপরই সূত্র মারফত জানা গেল, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন না দাপুটে ওই ক্রিকেটার। নির্বাচন পূর্বে দলকে সঠিক দিশা দেখাতে শক্ত হাতে ব্যাট ধরতে চলেছেন তিনি।

সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সিধু ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছেন, “পাঞ্জাব কংগ্রেসের সভাপতি পদেই বহাল থাকবেন নভজোৎ সিং সিধু। আগামী বছর বিধানসভা নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন তিনিই।”
আরও পড়ুন:“বিজেপি প্রার্থী আমায় ভালোবাসে, তাই অভিযোগ করে”! প্রিয়াঙ্কাকে কটাক্ষ মদনের

উল্লেখ্য, বুধবার পাঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা ঘোষণা করেছিলেন নভজোৎ সিং সিধু। পাশাপাশি একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ’নিজের নীতি নিয়ে আমি কোনও সমঝোতা করতে পারব না। সত্যের জন্য আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমি দেখছি পাঞ্জাবের নানা বিষয় ও সমস্যা নিয়ে সমঝোতা করা হচ্ছে। আমি নিজেও শীর্ষ নেতৃত্বকে ভুল পথে চালিত করতে পারি না বা তাঁদেরও ভুল পথে চলতে দিতে পারি না।’ এরপরই সিধুকে ফোন করে সমস্যা সামলাতে বৈঠকের আমন্ত্রণ জানান পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী। সেখানেই সমস্যার সমাধান হয়েছে বলে জানা যাচ্ছে।

