Monday, August 25, 2025

ডিভিসির বিষয়ে পদক্ষেপ নিন: ‘ম্যানমেড বন্যা’য় কেন্দ্রকে বার্তা মমতার

Date:

Share post:

উৎসবের শুরুতেই ডিভিসির ছাড়া জলে বানভাসি রাজ্যের ৮ টি জেলার কয়েক লক্ষ মানুষ। না জানিয়ে ডিভিসি(DVC) জল ছাড়ার ঘটনায় ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শনিবার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনের পর নবান্নে এসে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী(chief minister)। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রকে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার জন্য ডিভিসিকে দায়ী করে কেন্দ্রকে উদ্দেশ্য করে তিনি জানালেন, অবিলম্বে ডিভিসির বিষয়ে পদক্ষেপ নিন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “উদয়নারায়ণপুর, বাগনান, খানাকুল, ঘাটাল, ডেবরা, পটাশপুর প্লাবিত হয়েছে। প্রায় ৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। পুজোর সময় মানুষ উৎসব করবে না প্রাণ বাঁচাবে? আমরা এবার ডিভিসি-র কাছে ক্ষতিপূরণ চাইব। কেন্দ্রকে বলছি, ডিভিসি-র বিষয়ে পদক্ষেপ করুক। বারবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছি। আবার প্রধানমন্ত্রীকে চিঠি দেব। কতবার ডিভিসি আমাদের ভাসাবে?” শুধু তাই নয় এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিতে ছাড়েননি মমতা। তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথায় কথায় মানবাধিকার কমিশন পাঠান। কিন্তু ডিভিসি জল ছেড়ে বানভাসি করলে ক্ষতিপূরণ দিচ্ছেন না কেন? বারবার ঝড় হয়েছে কত টাকা ক্ষতিপূরণ দিয়েছেন?” এনডিআরএফ এসডিআরএফ-এর টাকাও দেওয়া হচ্ছে না বলে এদিন সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:“কতটা জল ছাড়া যাবে দেখে গিয়েছিল কেন্দ্রীয় দল, তারপরও…” DVCকে তোপ অপরূপার

এদিন ডিভিসি প্রসঙ্গে তিনি আরো বলেন, “ঝাড়খন্ডে বৃষ্টি হলে ধাপে ধাপে জল না ছেড়ে কেন একবারে জল ছেড়ে প্লাবিত করা হচ্ছে? ৩০ তারিখের পর থেকে ১০ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। ডিভিসি প্রতিবার জল ছেড়ে আমাদের ডোবাচ্ছে। ডিভিসি কেন জলাধারগুলি সংস্কার করছে না? বৃষ্টি বেশি হয়েছে তার জন্য রাজ্য সরকার সাড়ে তিন লক্ষেরও বেশি পুকুর কেটেছে। যেভাবে ডিভিসি জল ছেড়েছে তা বড় অপরাধ। এই বন্যা ম্যান মেড।”

advt 19

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...