Wednesday, November 12, 2025

ডিভিসির বিষয়ে পদক্ষেপ নিন: ‘ম্যানমেড বন্যা’য় কেন্দ্রকে বার্তা মমতার

Date:

Share post:

উৎসবের শুরুতেই ডিভিসির ছাড়া জলে বানভাসি রাজ্যের ৮ টি জেলার কয়েক লক্ষ মানুষ। না জানিয়ে ডিভিসি(DVC) জল ছাড়ার ঘটনায় ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শনিবার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনের পর নবান্নে এসে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী(chief minister)। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রকে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার জন্য ডিভিসিকে দায়ী করে কেন্দ্রকে উদ্দেশ্য করে তিনি জানালেন, অবিলম্বে ডিভিসির বিষয়ে পদক্ষেপ নিন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “উদয়নারায়ণপুর, বাগনান, খানাকুল, ঘাটাল, ডেবরা, পটাশপুর প্লাবিত হয়েছে। প্রায় ৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। পুজোর সময় মানুষ উৎসব করবে না প্রাণ বাঁচাবে? আমরা এবার ডিভিসি-র কাছে ক্ষতিপূরণ চাইব। কেন্দ্রকে বলছি, ডিভিসি-র বিষয়ে পদক্ষেপ করুক। বারবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছি। আবার প্রধানমন্ত্রীকে চিঠি দেব। কতবার ডিভিসি আমাদের ভাসাবে?” শুধু তাই নয় এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিতে ছাড়েননি মমতা। তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথায় কথায় মানবাধিকার কমিশন পাঠান। কিন্তু ডিভিসি জল ছেড়ে বানভাসি করলে ক্ষতিপূরণ দিচ্ছেন না কেন? বারবার ঝড় হয়েছে কত টাকা ক্ষতিপূরণ দিয়েছেন?” এনডিআরএফ এসডিআরএফ-এর টাকাও দেওয়া হচ্ছে না বলে এদিন সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:“কতটা জল ছাড়া যাবে দেখে গিয়েছিল কেন্দ্রীয় দল, তারপরও…” DVCকে তোপ অপরূপার

এদিন ডিভিসি প্রসঙ্গে তিনি আরো বলেন, “ঝাড়খন্ডে বৃষ্টি হলে ধাপে ধাপে জল না ছেড়ে কেন একবারে জল ছেড়ে প্লাবিত করা হচ্ছে? ৩০ তারিখের পর থেকে ১০ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। ডিভিসি প্রতিবার জল ছেড়ে আমাদের ডোবাচ্ছে। ডিভিসি কেন জলাধারগুলি সংস্কার করছে না? বৃষ্টি বেশি হয়েছে তার জন্য রাজ্য সরকার সাড়ে তিন লক্ষেরও বেশি পুকুর কেটেছে। যেভাবে ডিভিসি জল ছেড়েছে তা বড় অপরাধ। এই বন্যা ম্যান মেড।”

advt 19

 

spot_img

Related articles

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার...