Monday, August 25, 2025

পূর্ণ উদ্যমে ভোটের প্রচারে নেমে পড়েছেন দিনহাটার প্রার্থী উদয়ন

Date:

Share post:

দিনহাটা আসন এবার প্রেস্টিজ ফেক্টর৷ গত বিধানসভা নির্বাচনে ৫৭ ভোটের ব্যবধানে এই জেতা আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। কোচবিহারের নয়টি আসনের মধ্যে গত নির্বাচনে দুটি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। সাতটি আসনের মধ্যে ছয়টি আসনে ব্যবধান বিজেপির তুলনায় পিছিয়ে থাকলেও সবচেয়ে কম ব্যবধানে দিনহাটা আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এদিকে বিপুল আসন নিয়ে রাজ্যে ফের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসার পর অনেকটাই চাপ মুক্ত তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি এই আসনে জয়ের পর কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বিধায়ক পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ফের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে চাপের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। তৃণমূল কংগ্রেসের গতবারের প্রার্থী ছিলেন উদয়ন গুহ৷ এবারে তৃণমূল কংগ্রেস উদয়নকে জেলার চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে৷ হাতে গোনা একমাস পর ৩০ অক্টোবর নির্বাচন দিনহাটা আসনে। শাসকদল দিনহাটার পুরোনো মুখ উদয়ন গুহকেই ভরসা করেছে। আজ শুকারুরকুঠি এলাকায় প্রচার করেছেন উদয়ন গুহ৷ তিনি আজ বলেন বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হবে৷ বিজেপি হেরে যাবে নিশ্চিত তারা। বিজেপিও শ্রীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করে প্রচারে নামতে চলেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষনার দুদিন পরেও এখনও বিজেপি তার দলের প্রার্থীর নাম ঘোষনা করতে পারেনি।। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করবে তা এখনও ঘোষণা করা নিয়ে বিপাকে পরেছে দল। জানা গেছে বিজেপির একাংশ চাইছে দিনহাটার কোনো মুখকে উদয়ন গুহের বিরুদ্ধে প্রার্থী করতে। তবে গতবার নির্বাচনে জিতে বিধায়ক পদ ছেড়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে নিশীথ প্রামানিক দিল্লিতে এখন। তাই কাকে বিজেপি নেতাদের এমনিতেই দিনহাটার নিচুতলার কর্মীদের কাছে জবাব দিতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ আগেভাগেই দিনহাটায় মিটিং মিছিল শুরু করেছে। নির্বাচনের পর বিজেপিকে দিনহাটায় সেভাবে ময়দানে কোনো কর্মসূচিতে দেখেনি সাধারন মানুষ। এই অবস্থায় উদয়ন গুহের বিরুদ্ধে মুখ কে হবে তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। দুয়েক দিনের মধ্যে ঘোষনা হতে পারে বিজেপি প্রার্থীর নাম। জানা গেছে নির্বাচনী কমিটি ঘোষনা হয়েছে বিজেপির। তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে অবজারভার ও জেলার ছয় বিধায়ক সহ বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তকে কো অবজারভার করেছে দল। বিজেপি ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে আসা অশোক মন্ডলকে প্রার্থী করতে পারে বিজেপি। বিজেপি জেলা সভানেত্রী ও বিধায়ক মালতী রাভা বলেন যিনি প্রার্থী হবেন তিনি জিতবেন। উদয়ন গুহের হার নিশ্চিত। তারা দলীয় ভাবে আলোচনা করে প্রার্থীর নাম জানাবেন৷
advt 19

 

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...