ফের জ্বালানির দামে ছ্যাঁকা! রুটিন মেনেই আবারও দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। পুজোর আগে প্রায় প্রতিদিনই বেলাগাম হারে বেড়ে চলছে জ্বালানির দাম। আজ, বৃহস্পতিবার, কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়েছে। ডিজেলের দাম লিটারে ৩৫ পয়সা বেড়েছে। দাম বৃদ্ধির জেরে আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৩ টাকা ৯৪ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৪ টাকা ৮৮ পয়সা।অতিমারী পর্বে জ্বালানির মূল্য আকাশছোঁয়া হওয়ায় মাথায় হাত সাধারন মানুষের।

আরও পড়ুন:ফের নিম্নচাপের ভ্রুকুটি! পুজোর মধ্যেও বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর

বৃহস্পতিবার কলকাতায় পাশাপাশি অনান্য মহানগরীগুলিতেও জ্বালানির দাম বেড়েছে। দিল্লিতে এক লিটার পেট্রোলের মূল্য ১০৩ টাকা ২৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু ৯১.৭৭ টাকা। এই দুটি মুল্য বেড়েছে যথাক্রমে ৩০ ও ৩৫ পয়সা করে। মুম্বইয়ে আজ মধ্যে এক লিটার পেট্রোলের দাম বেড়ে ১০৯ টাকা ২৫ পয়সায় হয়েছে। যা গতকালের থেকে ২৯ পয়সা বেশি। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ৯৯ টাকা ৫৫ পয়সা। আগের দিনের থেকে বেড়েছে ৩৮ পয়সা। চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রোল বিকোচ্ছে ১০০ টাকা ৭৫ পয়সা দরে। প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে ৯৫ টাকা ২৬ পয়সায়।

প্রসঙ্গত, চলতি বছরে বিধানসভা নির্বাচনের পর থেকেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রোজকারনামচা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি ডিজেলের দামও রেকর্ড হাড়ে বেড়েছে। কিন্তু এরইমধ্যে করোনার কাঁটায় আর্থিকভাবে নাজেহাল মধ্যবিত্তরা। রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মানুষ।


